রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

তিন অধিনায়কের সঙ্গে কোচ নিয়ে বৈঠক

ক্রীড়া প্রতিবেদক

তিন অধিনায়কের সঙ্গে  কোচ নিয়ে বৈঠক

সাক্ষাৎকার দিয়ে গেছেন রিচার্ড পাইবাস। সাক্ষাৎকার দিতে আজ সকালে ঢাকায় আসছেন ফিল সিমন্স। বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছেন দুজনেই। আগ্রহ রয়েছে টাইগারদের সাবেক কোচ জেমি সিডন্সেরও। তিনিও আসবেন আজকালের মধ্যে। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করেছেন চন্ডিকা হাতুরাসিংহে। অক্টোবরে হঠাৎ করে শ্রীলঙ্কান বংশোদ্ভূত কোচ টাইগারদের দায়িত্ব ছেড়ে দেন। এরপর থেকেই কোচশূন্য মাশরাফি, মুশফিক, সাকিবরা। আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি হয়তো কোচ ছাড়াই খেলতে পারে টাইগাররা। কোচ ছাড়া সিরিজ খেলতে পারবেন কি না, সেটা জানতে গতকাল বিসিবি সভাপতি র‌্যাডিসন হোটেলে বসেছিলেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে। আলোচনায় তিনজনের কাছে বিসিবি সভাপতি জানতে চান আসন্ন সিরিজটি কোচ ছাড়া খেলতে মানসিকভাবে প্রস্তুত কি না? তিন অধিনায়কই প্রস্তুত বলে জানিয়েছেন। এতে আশ্বস্ত হয়ে তিন অধিনায়ককে মানসিক প্রস্তুতি নিতে বলেছেন বিসিবি সভাপতি। বিপিএল চলছে। ফাইনালে উঠেছে সাকিবের দল ঢাকা। গতকাল বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে টাইগার টি-২০ অধিনায়ককে। খোশমেজাজে ছিলেন মাশরাফিও। এলিমিনেশন ম্যাচে তার রংপুর অসাধারণভাবে জিতেছে। এখন ফাইনালে ঢাকার প্রতিপক্ষ হতে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়াইয়ে নামবে দলটি। মুশফিক ছিলেন স্বাভাবিক মেজাজেই। গতকাল তিন অধিনায়কের সঙ্গে বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে ছিলেন পরিচালকরাও। ঘণ্টা খানেক বৈঠক হয়েছে। সেই আলোচনায় আপদকালীন কোচ হিসেবে বেশ কয়েকজনের নাম উঠেছে। আলোচনায় ছিল ঢাকা ডায়নামাইটসের কোচ খালেদ মাহমুদ সুজন ও টাইগারদের সহকারী কোচ রিচার্ড হালসালের নাম। রেসে এগিয়ে রয়েছেন খালেদ মাহমুদ।

এমন জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে হাতুরাসিংহের হঠাৎ সরে দাঁড়ানোয়। দক্ষিণ আফ্রিকায় টাইগারদের বিধ্বস্ত হওয়ার পর হঠাৎ করে সরে দাঁড়ান তিনি। তার সরে দাঁড়ানোয় বিপাকে পড়ে বিসিবি। এরপর থেকেই কোচ খুঁজছে ক্রিকেট বোর্ড। হাতুরাসিংহের পদত্যাগের পর বিসিবি প্রথমে যোগাযোগ করেছিল অস্ট্রেলিয়ার জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে। তিনি না করে দেন। এরপর টম মুডি, মাহেলা জয়বর্ধনের সঙ্গেও কথা বলে। সেখানেও সাড়া পায়নি। নিজ থেকে যোগাযোগ করেন পাইবাস ও সিমন্স। ২০১২ সালে চারমাসের জন্য কোচ ছিলেন পাইবাস। বিসিবিকে অপেশাদার বলে চলে গিয়েছিলেন তিনি। এবার এসেছেন এবং সাক্ষাৎকারে ১০ বছরের পরিকল্পনাও দিয়েছেন। বাংলাদেশের কোচের দায়িত্ব নেওয়ার আগে তিনি ওয়েস্ট ইন্ডিজকে কোচিং করান। সিমন্স আজ এসে দেখা করবেন। আজ বোর্ড সভায় আসন্ন শ্রীলঙ্কা সিরিজের আপদকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে খালেদ মাহমুদকে। কোচ নিয়োগের বিষয় নিয়ে তিন অধিনায়কের সঙ্গে বৈঠক শেষে মিডিয়ার মুখোমুখি বিসিবি সভাপতি পাপন বলেন, ‘কোচ নিয়োগের বিষয়ে আমরা একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছি। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে কোনো কোচের নিয়োগ নাও হতে পারে।

সর্বশেষ খবর