রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

কুমিল্লার ভরসা তামিম

ক্রীড়া প্রতিবেদক

কুমিল্লার ভরসা তামিম

মারলন স্যামুয়েলসের মতো টি-২০ ক্রিকেটের ফেরিওয়ালা। যিনি একাই যে কোনো দলকে ধসিয়ে দেওয়ার পাকা খেলোয়াড়। ক্যারিবীয় এই ড্যাসিং ক্রিকেটার খেলছেন বিপিএলের চলতি আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। খেলছেনও দারুণ। ১১ ম্যাচে তার ব্যাট থেকে রান বেরিয়েছে ২৯৪ রান। স্যামুয়েলস ছাড়াও রয়েছেন ইংলিশ ক্রিকেটার জশ বাটলার, সোয়েব মালিক, ইমরুল কায়েসদের মতো ক্রিকেটার। দারুণ খেলছেন ইমরুলও। ১৩ ম্যাচে রান করেছেন ২৯৯। এতসব তারকা ক্রিকেটার থাকা সত্ত্বেও দলের মূল ভরসার নাম তামিম ইকবাল। বাঁ হাতি ড্যাসিং ওপেনার আবার অধিনায়কও কুমিল্লার। প্রায় প্রতিটি ম্যাচেই রান করছেন তিনি। নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। তার ক্ষুরধার নেতৃত্বে গড়পরতার একটি দল নিয়ে কোয়ালিফাইয়ার্সে জায়গা নেয় কুমিল্লা। যদিও দলটি লিগ পর্বের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। বড় ব্যবধানে হেরে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফাইয়ার্স খেলবে। জয়ী দল মঙ্গলবার ফাইনাল খেলবে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। আজ ক্রিস গেইল, রবি বোপারার রংপুরের বিপক্ষে কুমিল্লার ‘আস্থার প্রতীক’ তামিম ইকবাল। ৯ ম্যাচে দুটি হাফসেঞ্চুরিসহ ২৯৬ রানই বলছে তিনি কতটা প্রত্যাশার নাম দলটির কাছে। ইনজুরির জন্য কুমিল্লার হয়ে প্রথম তিনটি ম্যাচ খেলতে পারেননি। এরপর নেমে রান পেতে কষ্ট হয়েছে বাঁ হাতি ওপেনারের। কিন্তু চট্টগ্রাম পর্ব শুরু হতেই নিজেকে মেলে ধরেন। টানা দুই ম্যাচে খুলনা টাইটানস ও রাজশাহী কিংসের বিপক্ষে খেলেন যথাক্রমে ৬৪ রানের অপরাজিত ইনিংস ও ৬৩ রানের ইনিংস। ঢাকার বিপক্ষেও শেষ ম্যাচে ৩১ রান করেন। সেটাই দলের সর্বোচ্চ। আজ রংপুরের বিপক্ষে দুই ম্যাচে তার দল জিতেছে এবং আহামরি পারফরম্যান্স ছিল না তামিমের। প্রথম মুখোমুখিতে ২২ বলে খেলেছিলেন ২২ রানের ইনিংস এবং দ্বিতীয় মুখোমুখিতে করেন ১৯ বলে ২১ রান। আজ তার চওড়া ব্যাটের দিকে তাকিয়ে থাকছে কুমিল্লা। আজ যদি ফাইনালে উঠে, তাহলে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতার জন্য খেলবে। বিপিএলের তৃতীয় আসরের শিরোপাজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শিরোপাজয়ী কুমিল্লার অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা। আজ তামিমের প্রতিপক্ষ দলের অধিনায়ক মাশরাফি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর