রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
এশিয়ান এয়ারগান শুটিং

বাংলাদেশের অর্ণব রুপা জিতলেন

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের অর্ণব রুপা জিতলেন

দশম এশিয়ান এয়ারগান শুটিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ কোনো পদক জিততে পারবে কি না এ নিয়ে সংশয় ছিল। কেননা সিনিয়রদের এয়ার রাইফেল ইভেন্টে বাকী-রিসালরা শীর্ষ আটের মধ্যে থাকতে পারেননি। তবে যুবাদের ইভেন্টে সাফল্য পেয়েছে বাংলাদেশ। জাপানের ওয়াকেন সিটিতে অনুষ্ঠিত ১০ মিটার এয়ার রাইফেল এককে রুপা জিতেছেন অর্ণব সারার। ২৪৯.৫০ স্কোর গড়ে দ্বিতীয় স্থান দখল করেন অর্ণব। ২৫০.০ স্কোর গড়ে এই ইভেন্টে সোনা জিতেছেন চীনের ঝ্যাং। দুর্ভাগ্যক্রমে সোনা জিততে পারলেন না অর্ণব সারার। ২২৮.২ স্কোর নিয়ে তামা জেতেন ভারতের শাহু তুষার।

বিকেএসপির অর্ণব এর আগে গত জাতীয় জুনিয়র আসরে রেকর্ড গড়ে সেরা হয়েছিলেন। জাপানে পারফরম্যান্সের ধারা সচল রেখে প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জিতলেন। অর্ণব বলেন, ‘ভালো কিছু করার লক্ষ্যেই জাপানে এসেছি। রুপা জিতেছি তবে দেশকে সোনা উপহার দিতে পারলে ভালো লাগত।’ ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে সোনা জয়ী আসিফ হোসেন বলেন, ‘অর্নব যে ভালো করবে তা আগেই বুঝে ছিলাম। জুনিয়র আসরে সে রেকর্ড গড়ে সেরা হয়েছিল। জাপানে তাকে ঘিরে আশা ছিল।

সর্বশেষ খবর