শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
আজ এল ক্ল্যাসিকো

রিয়ালের অতিথি বার্সা

ক্রীড়া ডেস্ক

মৌসুমের শুরুতেই দুটি বোনাস এল ক্ল্যাসিকো দেখার সুযোগ পেয়েছিল ভক্তরা। স্প্যানিশ সুপার কাপে ন্যু-ক্যাম্পে ৩-১ গোলে এবং সান্তিয়াগো বার্নাব্যুতে ২-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দুটি এল ক্ল্যাসিকো জয় দিয়ে মৌসুম শুরু করলেও লা লিগায় খুব একটা ভালো করতে পারেনি লস ব্ল্যাঙ্কোসরা। মৌসুমের অর্ধেক শেষ হওয়ার আগেই রিয়াল মাদ্রিদ ১১ পয়েন্টে পিছিয়ে গেছে বার্সেলোনার চেয়ে। লা লিগায় শিরোপা রেসে টিকে থাকতে নিজেদের মাঠে এল ক্ল্যাসিকো জয়ের ব্রত নিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ক্রিস্টিয়ানো রোনালদো ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমে সামান্য আঘাত পেয়েছিলেন। এ কারণে দিন কয়েক অনুশীলনেই নামেননি তিনি। তবে রিয়াল ভক্তদের হতাশ হওয়ার কিছু নেই। গত বৃহস্পতিবার একাই অনুশীলন করেছেন রোনালদো। আজকের এল ক্ল্যাসিকোতে তার উপস্থিত থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। কেবল রোনালদোই নন, করিম বেনজেমা এবং গেরেথ বেলেও থাকছেন এল ক্ল্যাসিকোর লড়াইয়ে। বিবিসির মুখোমুখি হচ্ছেন মেসি-সুয়ারেজরা। লা লিগায় কঠিন এক সময় এল ক্ল্যাসিকোর লড়াইয়ে নামছে স্পেনের দুই পুরনো প্রতিদ্বন্দ্বী। দুই দলের ২৬৯ বারের লড়াইয়ে ১১১ বার জয় পেয়েছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ জিতেছে ৯৯ বার। লা লিগায় ৪২ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর