শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

টি-২০ দ্রুততম সেঞ্চুরিতে ভাগ রোহিতের

ক্রীড়া ডেস্ক

কিছুদিন আগে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি করেন রোহিত শর্মা। এবার টি-২০ ক্রিকেটে রেকর্ড গড়লেন দ্রুততম সেঞ্চুরির। অবশ্য রেকর্ডটি এককভাবে তার নয়। ৩৫ বলে সেঞ্চুরি করে যৌথভাবে দক্ষিণ আফ্রিকার ডেবিড মিলারের পাশে নাম লেখান ভারতীয় ক্রকেটার। এ বছরই মিলার ৩৫ বলে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের বিপক্ষে। গতকাল ইন্দোরে ৪২ বলে ১১৮ রানে রেকর্ড হাঁকানো ইনিংসটি খেলেন। তার রেকর্ডগড়া ম্যাচে ভারত জিতেছে ৮৮ রানে।

২৬০ রান তুলে জয় পায় ৮৮ রানে। রোহিতের ইনিংসে ছিল ১২টি চার ও ১০টি ছক্কা।

সর্বশেষ খবর