বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

কেইনের আবারও হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক

কেইনের আবারও হ্যাটট্রিক

হ্যাটট্রিক করার পর উত্সবে মেতে উঠলেন টটেনহ্যামের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন

লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর পর ফুটবল দুনিয়াকে কে শাসন করবেন! এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ফুটবলবোদ্ধারা কখনো নেইমার কখনো পাওলো দিবালার নাম করছেন। এমবাপ্পেও এরই মধ্যে তালিকায় নাম লিখিয়েছেন। কিন্তু সবাইকে পেছনে ফেলে ইংলিশ তারকা হ্যারি কেইন এগিয়ে এলেন। মেসি-রোনালদোকে ছাড়িয়ে গেলেন টটেনহ্যামের এই তারকা ফুটবলার। গতকাল দুর্দান্ত এক হ্যাটট্রিকে সাউদ্যাম্পটনের বিপক্ষে টটেনহ্যামকে ৫-২ গোলের জয় উপহার দিয়েছেন কেইন। হ্যারি কেইন ২২, ৩৯ ও ৬৭ মিনিটে গোল করে মৌসুমের দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন। এ সপ্তাহেই তিনি বার্নলির বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। কেইন এ হ্যাটট্রিকের মাধ্যমে বেশ কয়েকটা রেকর্ড গড়লেন। এক বছরে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন তিনি। ২০১৭ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩৯টি গোল করেছেন কেইন। তিনি ১৯৯৫ সালে রেকর্ড গড়া অ্যালান শিয়ারারকে ছাড়িয়ে গেলেন। এ বছর ক্লাব ও জাতীয় দলের জার্সিতে সবমিলিয়ে ৫৭টি গোল করলেন এই ইংলিশ তারকা। মেসি করেছেন ৫৪ গোল। লিওনেল মেসি এ বছর আর কোনো ম্যাচ খেলবেন না। এর অর্থই হলো, ইউরোপের সেরা লিগগুলোতে খেলছেন এমন ফুটবলারদের মধ্যে হ্যারি কেইনই বছরের সর্বোচ্চ গোলদাতা হয়ে থাকলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর