বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

জাতীয় দলে খেলার স্বপ্ন সাদমানের

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দলে খেলার স্বপ্ন সাদমানের

আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন সাদমান ইসলাম অনিক। এমন পারফরম্যান্সের পরই তাকে ডাকা হয়েছে ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক দলে। এখন স্বপ্ন জাতীয় দলে গতকাল সাংবাদিকদের আলাপকালে সাদমান একথা বলেন। তিনি বলেন, প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন থাকে জাতীয় দলে খেলা। আমিও সেই স্বপ্ন দেখছি। আশা করি অনুশীলনে নির্বাচকদের নজর কাড়তে পারব।

জাতীয় ক্রিকেট লিগের শেষ পর্বে রাজশাহীর বিপক্ষে ঢাকা মেট্রোর হয়ে খেলতে নেমে ৭৫ রানের অসাধারণ এক ইনিংস খেলেন টপঅর্ডার ব্যাটসম্যান। সাদমান জানেন, জাতীয় দলে সুযোগ পাওয়াটা কঠিন ব্যাপার। তবু যোগ্যতার প্রমাণ দেখিয়ে স্বপ্নের লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে চান। জাতীয় দলে যোগ দিয়ে তিনি বলেন, স্বপ্ন তো থাকে জাতীয় দলের ১৫ সদস্যের মধ্যে থাকার। এ জন্য যতটুকু করা দরকার আমি করবো। টিমকে যতটা সহযোগিতা করা দরকার আমি তা সাধ্যমত চেষ্টা চালাব। ক্যাম্প শুরুর আগে খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা করা হয় নানাভাবে। যাকে বিপ টেস্ট বলা হয়। যেহেতু সাদমান প্রথমবার ডাক পেয়েছেন তাই চোখেমুখে ছিল উচ্ছ্বাসের ছাপ। তিনি বলেন, প্রথম দিন অবশ্যই ভালো লেগেছে। অনুশীলনে আসলাম। সবার সঙ্গে শেয়ার করলাম। দেখলাম সবাই খুব ফ্রি। সবাই খুব সহযোগিতা করছে।

 

সর্বশেষ খবর