শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

শ্রীলঙ্কায়ও নির্বাচকের দায়িত্ব চান হাতুরা

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কায়ও নির্বাচকের দায়িত্ব চান হাতুরা

শ্রীলঙ্কার কোচ হওয়ায় বাংলাদেশের কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন চন্ডিকা হাতুরাসিংহে। কোচ হয়েছেনও। কিন্তু বাংলাদেশে কোচ হিসেবে হাতুরাসিংহে ছিলেন খুবই পাওয়ারফুল। তিনি কোচের পাশাপাশি নির্বাচক প্যানেলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। কিন্তু শ্রীলঙ্কায় তো সে সুযোগ নেই। হাতুরাসিংহেকে নির্বাচক প্যানেলে রাখতে হলে দেশটির ক্রীড়া আইনে পরিবর্তন আনতে হবে। কিন্তু হাতুরা আইন পরিবর্তন করে হলেও তিনি নির্বাচক প্যানেলে থাকতে চান। একাদশ গঠন নিয়ে চান পূর্ণ স্বাধীনতা। তার দল নিয়ে কেউ যাতে কোনোরকম নাক গলাতে না পারে, সেই স্বাধীনতা চাচ্ছেন। হাতুরাসিংহে বলেন, ‘আমি দলকে পুরো নিয়ন্ত্রণের দায়িত্বটা নিজের হাতে নিতে চাই। যদিও লঙ্কান ক্রীড়া আইনানুসারে কোচ নির্বাচকের ভূমিকা পালন করতে পারবে না। আমি তাদের অনুরোধ করেছি। আশা করি তারা আমার বিষয়টি বিবেচনায় রাখবেন।’

শ্রীলঙ্কার ক্রিকেট এখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। যদিও কিছুদিন আগেই তারা সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পাকিস্তানকে টেস্ট সিরিজে হারিয়েছে।

 

সর্বশেষ খবর