শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ব্রাজিলিয়ানদের জন্য বার্সেলোনা নয়!

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো দারুণ একটি বছর কাটিয়েছেন বার্সেলোনায়। ৪৯ ম্যাচ খেলে ৪৭ গোল করেছিলেন তিনি ১৯৯৬-৯৭ মৌসুমে। এরপরই অবশ্য তিনি বিদায় নেন বার্সেলোনা থেকে। ইন্টার মিলান হয়ে খেলতে আসেন রিয়াল মাদ্রিদে। বার্সেলোনায় দারুণ একটা বছর কাটানোর পরও তিনি রিয়াল মাদ্রিদকেই মনে রেখেছেন বেশি। এই দলের জার্সিতে দুটি লা লিগা, একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং একটি স্প্যানিশ সুপারকাপ জয় করেন। কেবল শিরোপা জয়ের জন্যই নয়, রোনাল্ডো মনে করেন ব্রাজিলিয়ানদের জন্য বার্সেলোনা নয় রিয়াল মাদ্রিদই উপযুক্ত স্থান। তিনি বলেন, ‘আমি রিয়াল মাদ্রিদের সঙ্গে নিজেকে বেশি যুক্ত মনে করি। যদিও বার্সেলোনায় একটা অসাধারণ বছর কাটিয়েছি।’ রোনাল্ডোর মতে, বার্সেলোনা সব সময়ই ব্রাজিলিয়ান তারকাদের সঙ্গে বিরূপ আচরণ করে। নেইমার তো এ বছরই বার্সা ছেড়ে চলে গেলেন পিএসজিতে। রোমারিও আর রোনালদিনহোরাও বেশিদিন থাকেননি বার্সেলোনায়।

 

 

সর্বশেষ খবর