শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
অ্যাশেজ সিরিজ

ইংল্যান্ডের শত্রু আবহাওয়া

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার আবহাওয়াই যেন ইংল্যান্ডের বড় শত্রু। তৃতীয় ম্যাচে ওয়াকা স্টেডিয়ামে শেষ দিনে বৃষ্টি হলেই ম্যাচটি ড্র হয়ে যেত। সিরিজের আশা জিইয়ে থাকত। কিন্তু বৃষ্টি হয়নি। মেলবোর্নে অ্যালিস্টার কুকের ডাবল সেঞ্চুরিতে ইংল্যান্ড যখন ড্রাইভিং সিটে তখন আবার বাগড়া দিল সেই বৃষ্টি। গতকাল মাত্র ৪৪ ওভার খেলা মাঠে গড়িয়েছে। ইংল্যান্ডের জয়ের আশা শেষ হয়ে গেছে। এই ম্যাচ ড্র হওয়াটা প্রায় নিশ্চিতই হয়ে গেছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া করেছে ১০৩ রান। এখনো অসিরা ৬১ রানে পিছিয়ে। এই ম্যাচে ফলাফলের সম্ভাবনা নেই বললেই চলে। কেননা এখনো অস্ট্রেলিয়ার সেরা দুই ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার উইকেটে রয়েছেন। ইংল্যান্ড বিরক্ত আবহাওয়ার ওপর। ইংলিশ কোচ ট্রেভর বেলিস বলেন, ‘আপনি যখন খেলায় চালকের আসনে থাকেন, এমন বৃষ্টি হলে তা অবশ্যই হতাশা তৈরি করে। তবে শেষ দিনে যদি আমরা সামান্যতম সুযোগও পাই তা কাজে লাগাতে চেষ্টা করব। শেষ দিনে আবহাওয়া ঠিক থাকলে ৯৮ ওভার খেলা হবে। এই সময়ের মধ্যেও ফল নির্ধারিত হতে পারে।’ ম্যাচে ইংলিশ বোলার অ্যান্ডারসনের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে। তবে তা অস্বীকার করেছেন ইংলিশ কোচ।

 

সর্বশেষ খবর