শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জয়ে বছর শুরু রিয়ালের

ক্রীড়া ডেস্ক

জয়ে বছর শুরু রিয়ালের

স্প্যানিশ লা লিগায় দুরন্ত গতিতে শিরোপার দিকে ছুটে চলেছে বার্সেলোনা। লিওনেল মেসিরা দুইয়ে থাকা অ্যাটলেটিকোর চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেছেন ১৭ ম্যাচ খেলেই। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও নকআউট পর্ব নিশ্চিত করেছে কাতালানরা। তবে কোপা দেল রে কাপে হোঁচট খেল বার্সেলোনা। বৃহস্পতিবার গভীর রাতে সেল্টা ভিগোর মাঠে মেসি ও সুয়ারেজকে ছাড়াই খেলতে নেমেছিলেন ভালভারদেরের শিষ্যরা। ১-১ গোলের ড্র নিয়ে বাড়ি ফিরেছে বার্সেলোনা। ম্যাচের ১৫তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন বার্সার হোসে আরনাইজ। তবে ৩১তম মিনিটে পিনো সিসটোর গোলে সেল্টা ভিগোকে সমতায় ফেরান। এ ড্রয়ে বিপদেই পড়ল বার্সেলোনা। দ্বিতীয় লেগে জয়ের কোনো বিকল্প নেই তাদের।

এদিকে কোপা দেল রে কাপে কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। ন্যুম্যানসিয়ার বিপক্ষে বৃহস্পতিবার ৩-০ গোলে জয় পেয়েছেন জিনেদিন জিদানের শিষ্যরা। দলের পক্ষে ১টি করে গোল করেছেন গেরেথ বেলে, ইসকো ও মেয়োরাল। দ্বিতীয় লেগে ড্র করলেই রিয়াল কোয়ার্টার ফাইনাল খেলতে পারবে। বৃহস্পতিবার কোপা দেল রে কাপে এ ছাড়া জয় পেয়েছে লেভান্তে। তারা কাতালান ক্লাব এসপানিওলকে ২-১ গোলে হারিয়েছে। ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারিয়েছে লেগ্যানেস। শেষ ষোলর প্রথম লেগে আগেই জয় পেয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। তারা ৪-০ গোলে হারিয়েছে লেইডাকে। ফরমেনটারাকে ৩-১ গোলে হারিয়েছে অ্যালাভেস। এ ছাড়া সেভিয়া ২-০ গোলে হারিয়েছে কার্ডিজকে। অন্যদিকে লা পালমাসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ভ্যালেন্সিয়া। সেল্টা ভিগোর সঙ্গে ড্র করার পর যেন চোখ খুলেছে বার্সা কোচ ভালভারদের। তিনি ম্যাচ শেষ হওয়ার পরই বলেছেন, ‘পরের লেগে তারা আমাদের মাঠে খেলতে আসবে। লা লিগা থেকেই আমরা জানি তাদের খেলার মান সম্পর্কে। তাদের অনেক শ্রদ্ধা করি আমরা।’ সেল্টার বিপক্ষে সতর্ক থেকেই খেলবে বার্সেলোনা। তবে প্রথম লেগে ড্রয়ের পরও সবকিছু শেষ হয়নি বলেই মনে করেন ভালভারদের। কোপা দেল রে কাপে শেষ ষোলর দ্বিতীয় লেগ খেলতে ন্যু ক্যাম্পে আসবে সেল্টা ভিগো ১১ জানুয়ারি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর