রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ক্রীড়া লেখকের বর্ষসেরা ক্রীড়াবিদ সাকিব

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া লেখকের বর্ষসেরা ক্রীড়াবিদ সাকিব

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাকিব আল হাসানের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির ২০১৭ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন সাকিব আল হাসান। সমিতির পুরস্কার জিততে বিশ্বসেরা অলরাউন্ডার পেছনে ফেলেছেন অর্ণব সারার লাদিফ ও জাফর ইকবালকে। সাকিব অবশ্য ক্রিকেট ক্যাটাগরিতেও বর্ষসেরা হয়েছেন। লাদিফ শুটিংয়ে এবং জাফর ফুটবলে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। বর্ষসেরা দাবাড়ু এনামুল হোসেন রাজীব, বর্ষসেরা টিটি খেলোয়াড় সোনম সুলতানা সোমা, বর্ষসেরা সাঁতারু জোনায়না আহমেদ, বর্ষসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দীন (ক্রিকেট) ও বর্ষসেরা সংগঠক নির্বাচিত হয়েছেন মাহফুজা আক্তার কিরণ। উদীয়মান অ্যাথলেট হয়েছেন জহির রায়হান। বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন জাতীয় দলের সাবেক দুই ফুটবলার আবদুস সালাম মুর্শেদী ও বাদল রায়। জনপ্রিয় ক্রীড়াবিদের মনোনয়নে ছিলেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও জাফর ইকবাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি ক্রীড়াবিদ ও সংগঠকদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় ক্রীড়া লেখক সমিতির সভাপতি মোস্তাফা মামুনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর