মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মেসির আরও একটি রেকর্ড

ক্রীড়া ডেস্ক

মেসির আরও একটি রেকর্ড

স্প্যানিশ লা লিগায় ৪০০তম ম্যাচ খেলার দিন দারুণ একটা রেকর্ড গড়লেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বছরটা শুরু করলেন সাবেক জার্মান তারকা গার্ড মুলারের রেকর্ড ভাঙ্গার মধ্য দিয়ে। রবিবার ন্যু ক্যাম্পে লেভান্তের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে লিওনেল মেসি একটি গোল করেছেন। এই গোলের মাধ্যমেই লিওনেল মেসি স্পর্শ করলেন ৩৯ বছরের পুরনো রেকর্ড। মুলার ৪২৭ ম্যাচ খেলে বায়ার্ন মিউনিখের জার্সিতে জার্মান বুন্দেসলিগায় ৩৬৫ গোল করেছিলেন। ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ লিগগুলোর মধ্যে এটাই ছিল এতদিন রেকর্ড। এবার লিওনেল মেসি সেই রেকর্ডটা নিজের করে নিতে যাচ্ছেন। ৪০০ ম্যাচ খেলেই তিনি লা লিগায় ৩৬৫ গোল করলেন। কোথায় গিয়ে থামবেন মেসি, তা কেবল সময়েই জানা যাবে। লা লিগায় বছরের প্রথম ম্যাচে লিওনের মেসিই কেবল নন, আলো ছড়িয়েছেন লুইস সুয়ারেজও। বার্সার ৩-০ ব্যবধানের জয়ে একটি গোল করেছেন তিনি। এই গোলেই একটা মাইলফলক স্পর্শ করলেন এ উরুগুয়ের তারকা। পেশাদার ফুটবলে এটা সুয়ারেজের ৪০০তম গোল। বার্সেলোনার জার্সিতে ১৩১তম। মেসি আর সুয়ারেজ ছাড়াও লেভান্তের বিপক্ষে ম্যাচে গোল করেছেন পলিনহো। ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কটিনহো দলে যোগ দিয়েছেন। লিভারপুল থেকে ১৯২ মিলিয়ন ডলারে বার্সেলোনায় এসেছেন কটিনহো। তাকে ভালোভাবেই অভ্যর্থনা জানালেন মেসি-সুয়ারেজ-পলিনহো। কটিনহো ২০২৩ সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর