শুক্রবার, ১২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এসরার সভাপতি, সাদেক সাধারণ সম্পাদক

হকির অ্যাডহক কমিটি

ক্রীড়া প্রতিবেদক

এসরার সভাপতি, সাদেক সাধারণ সম্পাদক

হকি ফেডারেশনের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়েছিল গত জুলাই মাসে। গত আগস্টেই নির্বাচন হওয়ার কথা ছিল। ওই সময় দেশে ভয়াবহ বন্যার কারণে নির্বাচন আর হতে পারেনি। নির্বাচন নয়, বর্তমান কমিটি বিলুপ্তি ঘোষণা করে সবার কাছে গ্রহণযোগ্য পরিচিত সংগঠকদের নিয়ে অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে ক্রীড়া পরিষদের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, নির্বাচন অবশ্যই হবে। তবে এই মুহূর্তে হকির বৃহত্তর স্বার্থে অ্যাডহক কমিটি গঠন হয়েছে। আশা করি এই কমিটি হকির উন্নয়নে বড় ভূমিকা রাখবে। ৩১ সদস্যের নতুন কমিটির সভাপতি দায়িত্বে থাকছেন সরকার মনোনীত বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল আবু এসরার। সাধারণ সম্পাদকের দায়িত্বে হকির সাবেক প্রখ্যাত খেলোয়াড় আবদুস সাদেক। এ ছাড়া সহ-সভাপতি পদে ড. মাহফুজুর রহমান, সাজেদ এ. আদেল, রশিদ শিকদার, প্রতাপ শংকর হাজরা ও একেএম মমিনুল হক সাইদ মনোনীত হয়েছেন। যুগ্ম সম্পাদক মো. মাহবুবুল এহসান রানা, মো. বদরুল ইসলাম দিপু, কোষাধ্যক্ষ কাজী মনিরুজ্জামান। সদস্য মনোনীত হয়েছেন ইউসুফ আলী, আহমেদ রিপন, আনোয়ার হোসাইন খান, রফিকুল ইসলাম, মোসাদ্দেক হোসাইন চৌধুরী পাপ্পু, মো. ইউসুফ, তৌফিকুর রহমান রতন, শফিকুল ইসলাম টিটু, সৈয়দ তারিকুল ইসলাম শান্ত, নাজিরুল ইসলাম নাজু, নজরুল ইসলাম, মাহবুব হারুন, আহমেদ আসিফুল হাসান, আলমগীর আলম, মোস্তবা জামান পপি, আবু মোহাম্মদ, নুরুর রহমান দুর্বার, খাজা তাহের লতিফ, টুটুল কুমার নাগ, এস এম দেলোয়ার হোসেন ও হারুনুর রশিদ রিংকু। আবদুস সাদেক এই নিয়ে তৃতীয় বারের মতো হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন। এর আগে ১৯৮২-৮৫ ও ২০১৫-২০১৮ জানুয়ারি পর্যন্ত সাধারণ সম্পাদক ছিলেন। সাদেক জানান সবাই ঐক্যবদ্ধভাবে হকিকে এগিয়ে নিতে চাই। সাধারণ সম্পাদকের দায়িত্বটি বড্ড কঠিন ও চ্যালেঞ্জের। আশা করি সবার সহযোগিতায় সঠিক পথেই এই খেলাকে এগিয়ে নিতে পারব। প্রিমিয়ার লিগে দলবদল প্রসঙ্গে তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব লিগ কমিটি গঠন করা হবে। তারাই দলবদলের তারিখ নির্ধারণ করবে। তবে জাতীয় দল এশিয়ান গেমস বাছাইপর্বে ব্যস্ত থাকবে বলে মার্চের আগে প্রিমিয়ার লিগ শুরু করা সম্ভব নয়।

সর্বশেষ খবর