সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আবেগতাড়িত নন হাতুরাসিংহে

ক্রীড়া প্রতিবেদক

আবেগতাড়িত নন হাতুরাসিংহে

হাতুরাসিংহের সঙ্গে হাস্যোজ্জ্বল মাশরাফি

বাংলাদেশ ক্রিকেটারদের কোচ ছিলেন সাড়ে তিন বছর। এই সময়টুকু ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেটীয় সংসার চালিয়েছেন খুব ভালোভাবে। খুব ভালো করে জানেন মাশরাফি, সাকিব, তামিম, মুশফিকসহ সবাইকে। জন্মভূমি শ্রীলঙ্কান ক্রিকেটারদের চেয়ে অনেক বেশি জানাশোনা টাইগারদের সম্পর্কে। জানেন নাড়িনক্ষত্র। চন্ডিকা হাতুরাসিংহে কোচ ছিলেন বাংলাদেশের। তার হাত ধরে সাফল্যের গ্রাফ তরতরিয়ে উপরে উঠেছে বাংলাদেশের। এখন তিনি শ্রীলঙ্কার কোচ। দ্বীপরাষ্ট্রকে নিয়ে বাংলাদেশের সাবেক কোচ এখন দেড়মাসের অ্যাসাইনমেন্ট নিয়ে ঢাকায়। এসেছেন তিন জাতির টুর্নামেন্ট, টেস্ট ও টি-২০ সিরিজ খেলতে। গতকাল শীতের সকালে কুয়াশাকে উপেক্ষা করে হাজির হয়েছিলেন পরিচিত মিরপুর স্টেডিয়ামে। সেখানে তিনি শিষ্যদের অনুশীলন করিয়েছেন। এর ফাঁকেই তিনি কথা বলেছেন মিডিয়ার কাছে। জানিয়েছেন, তিনি পেশাদার কোচ। আবেগে ভাসিয়ে দিতে রাজি নন নিজেকে। তবে এক সময়কার প্রিয় ক্রিকেটারদের শুভকামনা জানাতেও ভুলেননি কঠিন মানসিকতার হাতুরাসিংহে।

২০১৪ সালের জুনে দায়িত্ব বাংলাদেশের। গত বছরের দক্ষিণ আফ্রিকা সিরিজ পর্যন্ত কোচের দায়িত্ব পালন করেছেন। তার কোচিংয়ে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলেছে। ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হারিয়েছে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোকে। হারিয়েছে টেস্টে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মতো দলকে। আবার সেমিফাইনাল খেলেছে মর্যাদার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। সব মিলিয়ে বাংলাদেশের সবচেয়ে সফল কোচ বলাই যায় হাতুরাসিংহেকে। টাইগারদের সাফল্য নিয়ে নিজেকে আপ্লুতও মনে হলো হাতুরাকে, ‘গত আড়াই বছরে একটি ছাড়া কোনো সিরিজ হারেনি বাংলাদেশ।’ এটা মনে রেখে অবশ্য টাইগারদের শুভ কামনা জানাতে ভুলেননি, ‘এখানে সাড়ে তিন বছর ছিলাম। দেখেছেন নিশ্চয়ই আমি আবেগী নই। আবেগ খুব বেশি নেই আমার। এটা সত্যি, আমি এখনো চাই বাংলাদেশ ভালো করুক। ক্রিকেটারদের শুভকামনা জানাই।’

অক্টোবরে দায়িত্ব ছাড়ার পর ক্রিকেট পাড়ায় তাকে নিয়ে ছিল অনেক গুঞ্জন। মুখোমুখি হননি মিডিয়ার। যদিও ডিসেম্বরে ঢাকায় এসেছিলেন। এবার তিনি এসেছেন তিন জাতির টুর্নামেন্ট খেলতে। এসেই প্রথমবারের মতো মুখোমুখি হন মিডিয়ার। সেখানে তিনি নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানেই তিনি স্পষ্ট করে জানিয়েছেন বাংলাদেশকে বিপদে ফেলেননি, ‘বাংলাদেশকে বিপদে ফেলেছি এটা আমি মনে করি না।’ তার বিপক্ষে অভিযোগ দলে কিছু পছন্দের ক্রিকেটার ছিল। কিন্তু সেটা তিনি অস্বীকার করেন, ‘বাংলাদেশ এক-দুজন ক্রিকেটারের দল নয়। দলটিতে অনেক ভালো ক্রিকেটার আছেন। পাঁচজন ক্রিকেটার না থাকলেও তারা ভালো করতে পারে। সত্যি বলতে কি আমার প্রিয় বলে কেউ ছিল না। যখন কেউ ভালো করে, তখনই সে আমার প্রিয়।’

এবারই প্রথম শ্রীলঙ্কার মূল কোচের দায়িত্ব নিলেন। দক্ষ ট্যাকনিশিয়ান বলে পরিচিত হাতুরাসিংহে কতটা সাফল্য পাবেন, সময় বলবে। তবে সংবাদ সম্মেলন ছেড়ে যাওয়ার আগে চির চেনা সেই চেহারাতে দেখা গেছে তাকে।

সর্বশেষ খবর