সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
শীতকালীন অলিম্পিক

দুই কোরিয়ার এক দল

ক্রীড়া ডেস্ক

কোরিয়া উত্তর ও দক্ষিণে ভাগ হয়েছে প্রায় সাত দশক আগে। এর মধ্যে কত কিছুই না ঘটে গেছে। দুই কোরিয়াকে এক করার বিষয়টি সমাধান করা যায়নি। তবে ক্রীড়াচ্ছলে হলেও আবার মিলতে যাচ্ছে কোরিয়া। সামনেই শীতকালীন অলিম্পিক। দুই কোরিয়া মিলেই হকি দল গঠন করতে যাচ্ছে। গতকাল সংবাদ সংস্থা এএফপি এমনই এক খবর প্রকাশ করেছেন। দক্ষিণ কোরিয়ার ক্রীড়া উপমন্ত্রী রোহ তায়ে ক্যাঙ বলেছেন, ‘আমরা অনেকগুলো প্রস্তাব করেছি। এর মধ্যে অলিম্পিকের জন্য যৌথভাবে মহিলা আইস হকি দল গঠন এবং অলিম্পিক স্টেডিয়ামে সম্মিলিতভাবে প্রবেশ করার প্রস্তাবও রয়েছে।’ প্রস্তাবটা অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। তবে এই নিয়ে উপর মহলে জোরাল আলোচনা চলছে বলে দাবি করেছে এএফপি। বেশ কিছুদিন আগেই উত্তর কোরিয়া শীতকালীন অলিম্পিকে অংশ নেওয়ার কথা জানায়। এবারের অলিম্পিক অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাঙে। ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শীতকালীন অলিম্পিক শেষ হবে ২৫ ফেব্রুয়ারি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর