সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

অবশেষে হাতুরার হাসি

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে হাতুরার হাসি

ম্যাচ জয়ের নায়ক থিসারা পেরেরা। বোলিংয়ে ৩৩ রানে ৪ উইকেট ও ব্যাটিংয়ে হার না মানা ৩৯ রানের ইনিংস খেলেন —রোহেত রাজীব

জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের আশা জিইয়ে রাখল শ্রীলঙ্কা। বল হাতে চার উইকেট এবং ব্যাট হাতে ২৬ বলে হার না মানা ৩৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। চন্ডিকা হাতুরাসিংহের কোচিংয়ে প্রথম জয় পেল শ্রীলঙ্কা। অবশেষে হাসি ফুটল হাতুরার মুখে। এই জয়ের পরও নেট রানরেটে জিম্বাবুয়ের চেয়ে পিছিয়ে তারা। দুই দলই বড় ব্যবধানে বাংলাদেশের কাছে হেরেছে। তারপর শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের একে অপরের বিরুদ্ধে একবার করে হেরেছে এবং জিতেছে। দুই দলেই পয়েন্ট ৪ করে। দুই দলেরই পরের দুই ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। দুই ম্যাচেই যদি দুই দল হেরে যায়, সেক্ষেত্রে যারা নেট রানরেটে এগিয়ে থাকবে তারাই ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে।

গতকাল ১৯৯ রানের সহজ টার্গেটে পৌঁছাতেও ৪৫তম ওভার পর্যন্ত খেলতে হয়েছে লঙ্কানদের। সর্বোচ্চ ৪৯ রান এসেছে কুশল পেরেরার ব্যাট থেকে। লঙ্কানদের জয়ের ভীতটা গড়ে দিয়েছিলেন বোলাররাই। জিম্বাবুয়েকে মাত্র ১৯৮ রানে অলআউট করে দিয়েছেন তারা। গতকাল শুরুটা ভালোই ছিল জিম্বাবুয়ের। ধীরগতিতে রান হলেও উদ্বোধনী জুটিতে আসে ৪৪। এরপরেই যেন বালির বাঁধের মতো ভেঙে যায় জিম্বাবুয়ের ইনিংস। ২৯ রানের মধ্যে টপ অর্ডারের চার ব্যাটসম্যান সাজঘরে। মহাবিপর্যয়ে পড়ে যায় জিম্বাবুয়ে। তবে পঞ্চম উইকেটে ওয়ালারকে সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন ব্রেন্ডন টেলর। এই জুটিতে আসে ৬৬ রান। তবে ওয়ালার ২৪ রানে আউট হয়ে যাওয়ার পর আর কোনো বড় জুটি গড়তে পারেনি তারা। শেষ পর্যন্ত ১৯৮ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যে একাই লড়াই করেছেন টেলর। ৮০ বলে খেলেছেন ৫৮ রানের দায়িত্বশীল ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান এসেছে গ্রায়েম ক্রেমারের ব্যাট থেকে। শ্রীলঙ্কার দুই বোলার থিসারা পেরেরা ও নুয়ান প্রদ্বীপই লণ্ডভণ্ড করে দিয়েছেন জিম্বাবুয়ের ইনিংস । মাত্র ৩৩ রানে চার উইকেট নিয়েছেন থিসারা। ২৮ রানে দুই উইকেট নিয়েছেন প্রদ্বীপ। রান একটু বেশি দিলেও দুই উইকেট শিকার করেছেন স্যান্ডকন।

 

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে : ১৯৮/১০ ৪৪ ওভার (টেইলর ৫৮, ক্রেমার ৩৪, থিসারা ৪/৩৩)

শ্রীলঙ্কা : ২০২/৫ ৪৪.৫ ওভার (কুশল ৪৯, থিসারা ৩৯, মুজারাবানি ৩/৫২)

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর