সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এগিয়ে এলো শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজ

ক্রীড়া ডেস্ক

ঢাকায় ত্রিদেশীয় সিরিজ খেলছে শ্রীলঙ্কা। বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত তিন জাতির টুর্নামেন্ট শেষে দ্বীপরাষ্ট্র দুটি টেস্ট ও দুটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। এরপর উড়ে যাবে দেশে এবং দেশটির ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে কলম্বোয় আয়োজন করবে তিন জাতির টুর্নামেন্ট। টুর্নামেন্টের তিন দেশ বাংলাদেশ, স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারত। টুর্নামেন্টটি মাঠে গড়ানোর পূর্ব নির্ধারিত সূচি ছিল ৮ মার্চ। সেটা এগিয়ে আনা হয়েছে দুদিন। নতুন সূচি অনুযায়ী ৬ মার্চ শুরু হবে টি-২০ ফরম্যাটের টুর্নামেন্টটি।

শ্রীলঙ্কার স্বাধীনতা দিবসের এই টুর্নামেন্টটির নাম নিধাস ট্রফি। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে দুবার করে। শীর্ষ দুই দল ১৮ মার্চ খেলবে ফাইনাল। টুর্নামেন্টের ভেন্যু প্রেমাদাসা স্টেডিয়ামে।

সর্বশেষ খবর