বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

অর্থকষ্টে দিন কাটছে ফুটবলার আজিজের

কুড়িগ্রাম প্রতিনিধি

অর্থকষ্টে দিন কাটছে ফুটবলার আজিজের

কুড়িগ্রামের আশির দশকে তারকা ফুটবলার মো. আবদুল আজিজ (মঙ্গা) দীর্ঘদিন থেকে দুই পা ও এক হাত অকেজো হয়ে অসুস্থতায় দিনাতিপাত করছে। গত এক সপ্তাহ ধরে তিনি আরও অসুস্থ হয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে আজিজ মেয়ের সংসারে তার স্ত্রীসহ কোনো রকম জীবনযাপন করছেন। সঠিক ও উন্নত চিকিৎসাসেবা নেওয়া তার বা তার জামাইয়ের পক্ষে সম্ভব না হওয়ায় বিভিন্ন রোগ তার শরীরে নতুন করে বাসা বেধেছে। গতকাল কুড়িগ্রাম সদর হাসপাতালে গিয়ে ফুটবলার মো. আবদুল আজিজ মঙ্গার সঙ্গে কথা বললে তিনি সে সময় কান্নায় ভেঙে পড়েন।

তিনি বলেন আমি ৭৪ সাল হতে ঢাকা, রাজশাহী, দিনাজপুর, গাইবান্ধা, জয়পুরহাটসহ বিভিন্ন জেলা ও বিভাগে ফুটবল খেলেছি। এই খেলার কারণে দীর্ঘদিন থেকে আমার দুই পা ও এক হাত অবশ হয় এবং বয়সের কারণে খেলা ছেড়ে দেই। সেই থেকে কর্মহীন জীবনযাপন করছি। মেয়ে জামাইয়ের সংসারে আমার স্ত্রীকে নিয়ে আছি। অর্থাভাবে কোনো উন্নত চিকিৎসা নিতে পারছি না। হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য রংপুর বা ঢাকা যেতে বলেছে কিন্তু সেখানে চিকিৎসা নেওয়ার মতো আমার পক্ষে সম্ভব নয়। উপজেলা সমাজসেবা অফিসার হাবিবুর রহমান বাবুল জানান, হাসপাতাল  থেকে কিছু কিছু ওষুধ ফ্রি দেওয়ার ব্যবস্থা করেছি। মঙ্গার তার সঙ্গে খেলেছেন  টুকু, বক্কর, ধলু,  কোহিনুরসহ এ রকম আরও অনেক নামি-দামি খেলোয়াড়। কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাঈদ হাসান বলেন, আমি তার অসুস্থতার কথা শুনে সহযোগিতার হাত বাড়ানোর জন্য ক্রীড়ামোদীদের আহ্বান জানাচ্ছি।

সর্বশেষ খবর