শিরোনাম
শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

২০ নম্বর গ্রান্ডস্লামের অপেক্ষায় ফেদেরার

ক্রীড়া ডেস্ক

২০ নম্বর গ্রান্ডস্লামের অপেক্ষায় ফেদেরার

বুড়িয়ে গেছেন, বুড়িয়ে গেছেন বলে কত চিৎকার, চেঁচামেচি! ৩৭ বছর বয়স একটু বেশিই আধুনিক যুগের পাওয়ার টেনিসে। এখন তরুণদের জয়জয়কার। তার পরও সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় বলে ইতিমধ্যেই নিজের নামের পাশে ট্যাগ সাঁটিয়ে নিয়েছেন রজার ফেদেরার। বয়স ৩৭। তার পরও বিশ্বের সব কটি টেনিস আসরে খেলছেন দাপটের সঙ্গে। এর মধ্যে ক্যারিয়ারে ১৯টি গ্রান্ডস্লাম জিতেছেন। এখন অপেক্ষায় সংখ্যাটিকে ২০ করতে। আগামীকাল ২০ নম্বর গ্রান্ডস্লাম জিততে সুইস তারকা লড়বেন ক্রোয়েশিয়ান মার্টিন সিলিচের বিপক্ষে। সপ্তমবারের মতো বছরের প্রথম গ্রান্ডস্লাম ওপেনের ফাইনালে খেলতে ফেদেরার সেমিফাইনালে হারিয়েছেন দক্ষিণ কোরিয়ার হিওয়েন চুংকে। তবে সরাসরি হারিয়েছেন বলা যাবে না, পায়ের ইনজুরিতে দ্বিতীয় সেট চলাকালে নিজেকে সরিয়ে নেন চুং। অবশ্য সে সময় ফেদেরার ৬-১ ও ৫-২ সেটে এগিয়ে ছিলেন। এদিকে আজ মহিলাদের ফাইনালে মুখোমুখি হচ্ছেন সিমোনা হেলেপ ও অজনিয়াকি। সিলিচের বিপক্ষে আগামীকাল ফাইনালে মুখোমুখি হওয়ার আগে পাল্লা ভারী কিন্তু ফেদেরারের। দুজনের নয় লড়াইয়ের আটটিতেই হেসেছেন সুইস তারকা। তাই ফাইনালে এগিয়ে ফেদেরার। গতকাল সেমিফাইনালে চুংয়ের বিপক্ষে জয়ের পর বিশ্বের সর্বকালের সেরা টেনিস তারকা ফেদেরার বলেন, ‘আমি জানি ফোসকা নিয়ে খেলতে কষ্ট হয়। পায়ে অনেক ব্যথা থাকে। অসহায় লাগে খেলার সময়। তাই আমি জানতাম চুংয়ের সমস্যা হচ্ছে।’

সর্বশেষ খবর