শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জিদানের বিদায় ঘণ্টা!

ক্রীড়া ডেস্ক

জিদানের বিদায় ঘণ্টা!

ফুটবলে কে যে নায়ক বা খলনায়ক হয়ে যান বলা মুশকিল। এক সময়ে আর্জেন্টাইনদের কাছে ম্যারাডোনা ছিলেন স্বপ্নের নায়ক। এখন তার নামই উচ্চারণ করতে চান না অনেকে। ১৯৮৬ সালে তারই নেতৃত্বে আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয় করেছিল। পরের আসরে ছিল রানার্সআপ। সেই ম্যারাডোনায় নাকি দেশের ফুটবলের বড় ক্ষতি করে দিয়েছেন অধিকাংশ আর্জেন্টাইনরা তাই মনে করেন। আর্জেন্টিনা যখন বিশ্বকাপ বাছাইপর্বে খারাপ খেলছিল তখন বলা হচ্ছিল ফিফার সঙ্গে হাত মিলিয়ে আর্জেন্টিনাকে শেষ করে দিতে চান ম্যারাডোনা! ১৯৯৮ সালে ফ্রান্স প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করছিল। কোনো সন্দেহ নেই এখানে জিনেদিন জিদানের ক্যারিশমা চোখে পড়েছিল। ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে তিনি ছিলেন অপ্রতিরোধ্য। ২০০৬ সালে ফ্রান্স বিশ্বকাপ রানার্সআপ হয়েছিল জিদানেরই নৈপুণ্যে। ফ্রান্স তার অবদানের কথা এখানো স্বীকার করে। ম্যারাডোনার মতো ভিলেনে পরিণত হননি তিনি। দেশ না হোক রিয়াল মাদ্রিদে এখন তার যায় যায় অবস্থা। পুরান দলের কোচের দায়িত্ব নিয়ে কি চমৎকার দিনটাই না পার করছিলেন জিদান। রোনালদোরা দলকে জয় এনে দিলেও মূল কৃতিত্বটা পেতেন জিদানই। ২০১৬ সালে জানুয়ারি মাসে কোচের দায়িত্ব নেওয়ার পর জিদান রিয়ালকে সব রকমই ট্রফি উপহার দেন। সেরা কোচের পুরস্কার পেয়ে স্বীকৃতিটাও পেয়েছেন। রিয়াল সভাপতি জোর গলায় বলেছিলেন জিদানের মতো ব্যক্তি রিয়ালের কোচ হতে যে রাজি হয়েছেন এটাই আমাদের ভাগ্য। রিয়ালের কোচ অনেকেই হয়েছেন। কিন্তু জিদানের মতো জনপ্রিয়তা কেউ পেয়েছেন কিনা সংশয় রয়েছে। সেই জিদান এখন শঙ্কায় রয়েছেন তার চাকরি টিকবে কিনা। স্মরণকালের বাজে সময় পার করছে স্প্যানিশ জায়ান্টরা। লা লিগায় শিরোপাতো নয়, এতটা সংকটাপন্ন অবস্থা যে তৃতীয় স্থানেও থাকার সম্ভাবনা ক্ষীণ। বুধবার কোপা দেলরে কাপে ফিরতি লেগে লেগাহাসের কাছে হেরে বিদায় নিয়েছে রিয়াল। জিদান এখন কোচ থাকবেন কিনা তা নির্ভর করছে চ্যাম্পিয়নশিপ লিগে ত্রি-কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষ ম্যাচে। যদি পার হয়ে যায় তাহলে হয়তো জিদানের বিদায় ঘণ্টা বাজবে না। পিএসজি জিতে গেলে তার বিদায় নেওয়াটা সময় ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। তবে এই কঠিন সময়ে শিষ্যরা জিদানের পাশেই রয়েছেন। রোনালদো বলেছেন, ব্যর্থতা আমাদের। কোচ তার দায়িত্ব ঠিকমতোই পালন করেছেন। সেখানে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলাটা হাস্যকর হবে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর