সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

টি-২০ শীর্ষে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

টি-২০ শীর্ষে পাকিস্তান

ওয়ানডে সিরিজে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। পাঁচ ম্যাচে পাঁচটিতেই নিউজিল্যান্ডের কাছে লজ্জায় ডুবে সাবেক চ্যাম্পিয়নরা। টি-২০ সিরিজে প্রথমটি হেরে শঙ্কা জেগেছিল হোয়াইটওয়াশের। না, পাকিস্তান তা হতে দেয়নি। টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে। গতকাল তৃতীয় ও শেষ ম্যাচে ১৮ রানে পরাজিত করে নিউজিল্যান্ডকে। শুধু সিরিজ নয় ম্যাচ জিতে টি-২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠল পাকিস্তান। বে ওভালে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ফখর জামান দলের শক্ত ভীত গড়ে দেন। আহমেদ শেহজাদের সঙ্গে ৩০, বাবর আজম ৩৬ ও সরফরাজের সঙ্গে তার ৪০ রানের তিনটি জুটিতে বড় সংগ্রহ এনে দেন পাকিস্তানকে। ৩৬ বলে ৪৬ রান করা ফখরকে বিদায় করেন মিচেল স্যান্টনার। বাঁহাতি স্পিনারের আরেক শিকার ২১ বলে ২৯ রান করা সরফরাজ। ইশসোধির এক ওভারে তিন ছক্কা হাঁকানো উমর আমিন ফিরেন ৭ বলে ২১ রান করা। সোধির হাতে একবার জীবন পাওয়া হারিস সোহাইল অপরাজিত থাকেন ২০ রানে। শেষ দুই বলে ছক্কা-চার হাঁকানো আমির ইয়ামিন করেন অপরাজিত ১৫ রান। তাদের ঝড়ো ব্যাটিংয়ে শেষ ওভারে ৫৮ রান হাতে ৪ উইকেট রেখে পাকিস্তান তুলে ১৮১ রান। ১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে ভালোই খেলছিল নিউজিল্যান্ড। এক পর্যায়ে গাপটিলের  চমৎকার ব্যাটিংয়ে ১ উইকেটে ৮৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। ৪৩ বলে ৪ ছক্কা, ২ বাউন্ডারিতে ৫৯ রান করে ফিরেন গাপটিল। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৬৩ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস। ১৮ রানে জিতে সিরিজ হয়ে যায় পাকিস্তানের।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর