সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নেইমারের দিনে কাভানির রেকর্ড

ক্রীড়া ডেস্ক

নেইমারের দিনে কাভানির রেকর্ড

স্প্যানিশ লা লিগার ম্যাচ দিয়ে আবারও জয়ে ফিরল জিনেদিন জিদানের শিষ্যরা। শনিবার ভ্যালেন্সিয়ার মাঠে ৪-১ গোলের দারুণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদো দুটি এবং মার্সেলো ভিয়েরা ও টনি ক্রুজ একটি করে গোল করেছেন দলের পক্ষে। এই জয়ে ২০ ম্যাচে ৩৮ পয়েন্ট সংগ্রহ করে চারেই থাকল লস ব্ল্যাঙ্কোসরা। ২১ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া আছে তিন নম্বরে। রিয়াল মাদ্রিদের সামনে তিনে উঠার সুযোগ তৈরি হলো শনিবারের জয়ে। লা লিগায় এছাড়াও শনিবার জয় পেয়েছে ভিয়ারিয়াল। তারা ৪-২ গোলে নিজেদের মাঠে হারিয়েছে রিয়াল সুসিদাদকে। এই জয়ে ২১ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে ভিয়ারিয়াল। মালাগা-জিরোনা গোল শূন্য ড্র করেছে। ড্র করেছে অ্যাথলেটিক-অ্যাইবার (১-১) ও দিপোর্তিভো-লেভান্তেও (২-২)। এদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয়ের ধারায় ফিরেছে পিএসজিও। তারা শনিবার মন্টপেলারকে ৪-০ গোলে হারিয়েছে। লিগ ওয়ানে আগের ম্যাচে অলিম্পিক লিঁওয়ের কাছে ২-১ গোলে হেরেছিল পিএসজি। দলের পক্ষে দুটি গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এছাড়াও একটি করে গোল করেছেন এডিনসন কাভানি ও ডি মারিয়া। উরুগুয়ের তারকা কাভানি পিএসজির জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। তিনি ১৫৭টি গোল করলেন পিএসজির হয়ে। আগের রেকর্ডটি ছিল সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের (১৫৬ গোল)। পিএসজি ফ্রেঞ্চ লিগ ওয়ানে ২৩ ম্যাচে ৫৯ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থান দখলে রেখেছে। ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট সংগ্রহ করে দুই নম্বরে আছে অলিম্পিক লিঁও। এদিকে ইতালিয়ান সিরি এ লিগে জয় পেয়েছে জুভেন্টাস। ওল্ড লেডিরা শনিবার হিগুয়েন ও সামি খেদিরার গোলে ২-০ ব্যবধানে হারিয়েছে শিবোকে। এই জয়ে ২২ ম্যাচে ৫৬ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে উঠে এসেছিল জুভেন্টাস। অবশ্য গত রাতেই মাঠে নেমেছে নেপোলি। তারা বলগনার বিপক্ষে জয় পেয়ে থাকলে আবারও দুইয়ে নেমে গেছে জুভেন্টাস। ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ছিল নেপোলি।

 

 

সর্বশেষ খবর