সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মাশরাফি খেলবেন আবাহনীতে

প্রিমিয়ার ক্রিকেট শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক

মাশরাফি খেলবেন আবাহনীতে

পঞ্চম দিনে অবিশ্বাস্য ক্রিকেট খেলেছেন মুমিনুল হক ও লিটন দাস। দুজনের অনবদ্য ব্যাটিংয়ে হারের শঙ্কায় থেকেও চট্টগ্রাম টেস্ট ড্র করেছে বাংলাদেশ। দেশের ক্রিকেটপ্রেমীরা এখন ব্যস্ত মুমিনুল ও লিটনের বন্দনায়। দুই নায়ক যখন টেস্ট বাঁচানোর লড়াইয়ে ব্যস্ত চট্টগ্রামে, তখন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সাকিব আল হাসান, আবদুুর রাজ্জাক রাজ, ফরহাদ রেজা, নাঈম ইসলাম, নাসির হোসেনসহ ১২ ক্রিকেটারকে দেখা গেছে একটি ট্রফির সামনে দাঁড়িয়ে ছবি তুলতে।

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু আজ। তার আগে গতকাল প্রিমিয়ার ক্রিকেটের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২ ক্লাবের প্রতিনিধিরা। লিগের প্রথম দিনে তিন খেলা। এই প্রথম প্রিমিয়ার ক্রিকেটের খেলাগুলো হচ্ছে ঢাকার বাইরে। খেলাগুলো হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়াম এবং বিকেএসপি ৩, ৪ মাঠে। আজ মুখোমুখি হচ্ছে গাজী গ্রুপ ক্রিকেটার্স-অগ্রণী ব্যাংক, প্রাইম দোলেশ্বর-শাইনপুকুর ক্রিকেট ক্লাব এবং আবাহনী-খেলাঘর। ক্রিকেটারদের দলবদল হয়েছে গত মাসে। গতকাল তিন ক্রিকেটার ক্লাবগুলোর মধ্যে আলোচনা সাপেক্ষে দল পাল্টেছে। টাইগার ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দলে নিয়েছিল শাইনপুকুর। গতকাল ক্লাব পাল্টে মাশরাফির নতুন ঠিকানা ঢাকা আবাহনী। খেলাঘর থেকে আবাহনীতে এসেছেন এনামুল হক বিজয় এবং আবাহনী থেকে খেলাঘরে গেছে হাসান মাহমুদ।

সর্বশেষ খবর