বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিশ্বকাপ কর্নার

— ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ কর্নার

রেফারিদের চূড়ান্ত পরীক্ষা

সারা দুনিয়ার সেরা রেফারিদের নিয়ে সপ্তাহব্যাপী সেমিনার অনুষ্ঠিত হচ্ছে কাতারি শহর দোহায়। এই সেমিনারে অংশ নিয়েছে কাতারকে বয়কটকারী চারটি আরব দেশ—সৌদি আরব, মিসর, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও। এই সেমিনারের পরই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিশ্বকাপের জন্য রেফারিদের তালিকা চূড়ান্ত করবে বলে জানিয়েছে এএফপি। ২০০২ বিশ্বকাপ ফাইনালের রেফারি পিয়েরলুইগি কলিনা বর্তমানে ফিফার রেফারি কমিটির প্রেসিডেন্ট। তিনিই রাশিয়া বিশ্বকাপের জন্য রেফারিদের তালিকা চূড়ান্ত করবেন। গত সোমবার থেকে শুরু হওয়া সেমিনারে রেফারিরা বেশ কয়েকটি বিষয়ে প্রশিক্ষণ নিবেন। এর মধ্যে থাকছে ভিডিও এসিসটেন্ট রেফারি (ভিএআর) পদ্ধতি সম্পর্কে বিস্তারিত অনুশীলন। রাশিয়া বিশ্বকাপে এই পদ্ধতি ব্যবহার করতে যাচ্ছে ফিফা। এক প্রশ্নের জবাবে ফিফার রেফারিং সেকশনের প্রধান ম্যাসিমো বুসাকা বলেছেন, রাশিয়া বিশ্বকাপের জন্য মানসম্পন্ন রেফারি নেওয়া হবে। সংখ্যাটা কম হলেও তারা যেন সেরা হয় সে বিষয়ে খেয়াল রাখা হবে।

 

ফিফা-স্পেন সমঝোতা

ফিফা এবং স্প্যানিশ সরকার সোমবার অচলাবস্থা দূর করার ব্যাপারে একমত হয়েছে বলে জানিয়েছে এএফপি। গত ডিসেম্বরে ফিফা হুমকি দিয়েছিল, স্পেনকে নিষিদ্ধ করা হতে পারে রাশিয়া বিশ্বকাপে। ১৯৮৮ সাল থেকে স্প্যানিশ ফুটবল ফেডারেশনে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা অ্যাঞ্জেল মারিয়া ভিলারকে পদত্যাগে বাধ্য করায় এই সিদ্ধান্ত নিয়েছিল ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার মতে, এটা ছিল ফুটবল ফেডারেশনের উপর রাজনৈতিক হস্তক্ষেপ। ফিফার নীতিতে, কোনো দেশের ফেডারেশনের উপরই রাজনৈতিক প্রভাব থাকা যাবে না। ফুটবলকে রাজনীতির বাইরে রাখার এটা একটা কঠিন সিদ্ধান্ত। এসব কারণে অনেক দেশকেই অতীতে নিষিদ্ধ করেছিল ফিফা। সোমবার ফিফার সেক্রেটারি জেনারেল ফাতমা সামৌরা স্পেনের ক্রীড়ামন্ত্রী ইনিগো মেনডেজের সঙ্গে সাক্ষাত্ করেছেন একটি ফিফার প্রতিনিধি দল নিয়ে। দুপক্ষ আইনসম্মতভাবে সমস্যার সমাধান করতে রাজি হয়েছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর