সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

টি-২০ তেও নেই সাকিব

ক্রীড়া প্রতিবেদক

টি-২০ তেও নেই সাকিব

মাঠে ফেরার সময়টা আরও লম্বা হচ্ছে সাকিব আল হাসানের। হাতের ব্যান্ডেজ খুলেছেন গত পরশু। ব্যান্ডেজ খোলার আগে ধারণা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজে খেলবেন তিনি। সেজন্য তাকে অধিনায়ক করে টি-২০ স্কোয়াড ঘোষণা করে বিসিবি। দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছা দূত হিসেবে গতকাল সামাজিক দায়িত্ব নিয়ে কথা বলার সময় জানিয়ে দেন বিশ্বসেরা অলরাউন্ডার বৃহস্পতিবার শুরু হতে যাওয়া টি-২০ সিরিজে খেলতে পারছেন না। পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে আরও দুই সপ্তাহ। যদি সাকিব না খেলেন, তাহলে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন কে? আলোচনায় উঠে এসেছে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদের নাম।

২৭ জানুয়ারি ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙ্গুলে চোট পান সাকিব। ওই চোট তাকে ছিটকে দেয় খেলা থেকে। ফলে ব্যাটিং করা হয়নি ফাইনালে। এমনকি খেলতে পারেননি টেস্ট সিরিজও। দুই সপ্তাহের ওপর বিশ্রাম পেয়েছেন। টিম ম্যানেজমেন্ট আশা করেছিল সুস্থ হয়ে উঠবেন পুরোপুরি। পরশু হাতের ব্যান্ডেজ খোলা হয়। আজ দলের সঙ্গে অনুশীলন করবেন। তখনই পরিস্কার হবে, তিনি আসলে খেলার মতো সুস্থ কি না। গতকাল দুদকের শুভেচ্ছা দূত হিসেবে সামাজিক বিষয়ের চেয়ে ক্রিকেট নিয়েই কথা বলেন বেশি। সেখানেই স্পষ্ট করে বলেছেন টি-২০ ম্যাচে খেলার সম্ভাবনা কম তার, ‘বিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে কি না, জানি না। তবে টি-২০ সিরিজ আমার খেলার সম্ভাবনা কম। ডাক্তার বলেছেন, সুস্থ হতে আরও দুই সপ্তাহ লাগবে। এর মধ্যে রিহ্যাব করে আমি সুস্থ হয়ে যাব। আশা করি শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্টে খেলতে পারব।’ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন অবশ্য আশা করছেন, প্রথম টি-২০ মিস করলেও সিলেটে দ্বিতীয় টি-২০ খেলবেন সাকিব, ‘আমরা জানতাম প্রথম টি-২০ মিস করবে সাকিব। আশা করছি দ্বিতীয়টি খেলবেন।’

ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে চোট পাওয়ার পর বেশ অনেকদিন ধরেই মাঠের বাইরে। এর আগে টানা ক্রিকেট খেলার ধকল এড়াতে বিশ্রাম নিয়েছিলেন। ফলে খেলেননি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ। যদিও ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলেছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট অধিনায়ক হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করার কথা ছিল তার। কিন্তু চোট তাতে বাঁধা হয়ে দাঁড়ায়। সেই বাঁধায় ছিটকে পড়তে যাচ্ছেন টি-২০ সিরিজেও। লম্বা সময় মাঠের বাইরে থাকার বিষয়টি ভীষণ পোড়াচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারকে, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে মাঠে থাকতে না পারলে তো খারাপ লাগেই। একজন খেলোয়াড় যদি খেলতে না পারেন, সেই কষ্টের অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়।’

চট্টগ্রাম টেস্টে সমানে সমান লড়াই করেছিল বাংলাদেশ। কিন্তু মিরপুরে ট্রাকচ্যুত হয়ে হেরে যায় আড়াই দিনে। ২১৫ রানের বড় ব্যবধানের হারে হতাশা ঝড়েছে সাকিবের কণ্ঠে, ‘টেস্টে আমাদের লক্ষ্য ছিল জয়। হেরে যাওয়ায় অবশ্যই হতাশ। আমার মনে হয় ক্রিকেটাররাও হতাশ।’ টেস্টে হারলেও সাকিবের বিশ্বাস টি-২০ সিরিজে ঘুরে দাঁড়াবে দল, ‘আমি বিশ্বাস করি টি-২০ সিরিজে ঘুরে দাঁড়াবে দল। টি-২০ ম্যাচের ফল বদলে দিতে পারে এক ওভার। এখানে কেউ ফেবারিট নয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি দল নিয়ে আশাবাদী। কারণ, ক্রিকেটাররা সবাই ভালো খেলার সামর্থ্য রাখেন।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর