শিরোনাম
সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

হ্যাটট্রিকের হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক

হ্যাটট্রিকের হ্যাটট্রিক

জয়ের নায়ক আগুয়েরো

‘এই ক্লাবে একজন সত্যিকারের কিংবদন্তি আগুয়েরো।’ গত শনিবার ইত্তিহাদ স্টেডিয়ামে আর্জেন্টাইন তারকাকে খেলতে দেখে এভাবেই মন্তব্য করলেন স্প্যানিশ কোচ পেপ গার্ডিওলা। সার্জিও আগুয়েরোর হ্যাটট্রিকে লিস্টার সিটির বিপক্ষে ৫-১ গোলের দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এ জয়ে শীর্ষস্থানে আরও মজবুত আসন গাড়ল পেপ গার্ডিওলার দল। ২৭ ম্যাচে ৭২ পয়েন্ট সংগ্রহ করেছে ম্যানসিটি।

গত শনিবার ম্যানচেস্টার সিটিকে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে দেন রহিম স্টারলিং। তবে ২৪ মিনিটেই জেমি ভার্ডি দারুণ এক গোল করে লিস্টার সিটিকে সমতায় ফিরিয়ে আনেন। প্রথমার্ধটা ১-১ সমতায় শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধেই আগুয়েরোর দুরন্ত রূপ দেখতে পায় ভক্তরা। ৪৮, ৫৩, ৭৭ ও ৯০ মিনিটে দারুণ চারটি গোল করেন এ আর্জেন্টাইন তারকা। চলতি মৌসুমে লিগে এটা আগুয়েরোর তৃতীয় হ্যাটট্রিক। এর আগে তিনি ওয়াটফোর্ড ও নিউক্যাসলের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন। ইংলিশ লিগে চলতি মৌসুমে ২১ গোল করলেন আগুয়েরো। সমান গোল করেছেন লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ। তবে ২৩ গোল করে শীর্ষে আছেন টটেনহ্যামের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন।

আগামীকাল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে সুইস ক্লাব ব্যাসেলের মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি। প্রস্তুতিটা ভালোই হলো পেপ গার্ডিওলার শিষ্যদের।

এদিকে গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম। দলের পক্ষে একমাত্র গোল করেছেন হ্যারি কেইন। এই জয়ে ইংলিশ লিগে ২৭ ম্যাচে ৫২ পয়েন্ট সংগ্রহ করে তিনে উঠে এসেছে টটেনহ্যাম। এ ছাড়াও গত শনিবার জয় পেয়েছে এভারটন, সোয়ানসে সিটি এবং ওয়েস্ট হ্যাম। এভারটন ৩-১ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। সোয়ানসে সিটি ১-০ গোলে হারিয়েছে বার্নলিকে। ওয়েস্ট হ্যাম ২-০ গোলের জয় পেয়েছে ওয়াটফোর্ডের বিপক্ষে। এ ছাড়াও ১-১ গোলে ড্র করেছে স্টোক সিটি ও ব্রাইটন।

সর্বশেষ খবর