শিরোনাম
শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ফুটবল ভক্তদের সংঘর্ষে নিরাপত্তাকর্মীর মৃত্যু

ক্রীড়া ডেস্ক

ফুটবল ভক্তদের সংঘর্ষে নিরাপত্তাকর্মীর মৃত্যু

অ্যাথলেটিক বিলবাও এবং স্পার্টাক মস্কোর সমর্থকদের সংঘর্ষ থামাতে গিয়ে নিহত পুলিশ কর্মকর্তা —ইন্টারনেট

ফুটবলে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা নতুন কিছু নয়। ফিফার শত কড়াকড়ি সত্ত্বেও মাঝে মধ্যে দুঃখজনক ঘটনা ঘটে থাকে। গত বৃহস্পতিবার এমনই এক ঘটনায় মৃত্যু হলো স্প্যানিশ পুলিশের। উয়েফা ইউরোপা লিগ নকআউট পর্বের প্রথম রাউন্ডের দ্বিতীয় লেগ খেলতে স্পেনের বাস্ক অঞ্চলের ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে এসেছিল রুশ ক্লাব স্পার্টাক মস্কো। প্রথম লেগে বিলবাও জিতেছিল ৩-১ ব্যবধানে। পরাজিত হয়ে হিংস্র হয়ে উঠেছিল রাশিয়ার চরমপন্থি ফুটবল সমর্থকরা। স্পেনে মারাত্মক কিছু ঘটতে পারে বলে কর্তৃপক্ষ আগে থেকেই সাবধান ছিল। দুই দলের ধাওয়া-পাল্টা ধাওয়া থামাতে গিয়েই এক পুলিশ কর্মকর্তা নিহত হন। ম্যাচটা অবশ্য রুশ ক্লাব স্পার্টাক মস্কো ২-১ গোলে জিতে নেয়। তবে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলর টিকিট পায় অ্যাথলেটিক বিলবাও। এদিকে উয়েফা ইউরোপা লিগে প্রি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফেবারিট আর্সেনাল ও এসি মিলান। শেষ ষোলতে ইতালিয়ান জায়ান্টদের মুখোমুখি হচ্ছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। গত বৃহস্পতিবার দ্বিতীয় লেগে আর্সেনাল ২-১ গোলে হেরে যায় সুইডিশ ক্লাব অস্টারসুন্ডের কাছে। তবে প্রথম লেগে ৩-০ গোলের জয়ে শেষ ষোল নিশ্চিত করে গানাররা। অন্যদিকে এসি মিলান গত বৃহস্পতিবার ১-০ গোলে হারিয়েছে বুলগেরিয়ার লুডোগোরেটসকে। দুই লেগ মিলিয়ে এসি মিলান জিতল ৪-০ ব্যবধানে। ৮ মার্চ কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম লেগ খেলবে এসি মিলান ও আর্সেনাল। ১৫ মার্চ দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে আর্সেনালের মাঠে। উয়েফা ইউরোপা লিগে প্রি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফেবারিট অ্যাটলেটিকো মাদ্রিদও। দিয়েগো সিমিওনের শিষ্যরা গত বৃহস্পতিবার ১-০ গোলে হারিয়েছে ড্যানিশ ক্লাব কোপেনহেগেনকে। প্রথম লেগে তারা ৪-১ গোলে জিতেছিল। শেষ আটে উঠার লড়াইয়ে অ্যাটলেটিকো মুখোমুখি হবে রুশ ক্লাব লুকোমোটিভ মস্কোর। এছাড়াও শেষ ষোলতে মুখোমুখি হচ্ছে লেজিও-ডাইনামো কিয়েভ, বুরুসিয়া ডর্টমুন্ড-রেড বুল, মার্সেই-অ্যাথলেটিক, সিএসকেএ মস্কো-লিঁও, লিপজিগ-জেনিত ও স্পোর্টিং সিপি-ভিক্টোরিয়া প্লাজেন।

সর্বশেষ খবর