শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

হকির চূড়ান্ত দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

হকির চূড়ান্ত দল ঘোষণা

১৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর জাকার্তায় বসবে এশিয়ান গেমস। গেমসে অংশ নেবে বাংলাদেশ হকি দল। এজন্য বাছাই পর্ব উতরে আসতে হবে রাসেল মাহমুদ জিমিদের। ৮-১৭ মার্চ ওমানে এশিয়ান গেমসের বাছাই পর্ব। তাতে অংশ নিতে বাংলাদেশ ৬ মার্চ যাবে ওমান। বাছাই পর্বে খেলার জন্য গতকাল হকি দলের নাম ঘোষণা করেছে হকি ফেডারেশন। বাছাই পর্ব খেলার আগে কাজাখস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন জিমিরা। বাছাই পর্বের প্রথম খেলা ৯ মার্চ আফগানিস্তান, ১০ মার্চ থাইল্যান্ড, ১২ মার্চ হংকং ও ১৩ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচের প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার বিপক্ষে। বাছাই পর্ব থেকে এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে জায়গা নেবে ৫ দল। চূড়ান্ত পর্বের ১২ দলের বাকি ৭টি— দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, জাপান, মালয়েশিয়া, চীন ও স্বাগতিক ইন্দোনেশিয়া।

হকি দল : অসীম গোপ, আবু সাইদ নিপ্পন, খোরশেদুর রহমান, ফরহাদ হোসেন শিটুল, রেজাউল করিম বাবু, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, মামুনুর রহমান চয়ন, সারোয়ার হোসেন, রোমান সরকার, হাসান যুবায়ের নিলয়, নাইম উদ্দিন, ফজলে হোসেন রাব্বি, রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন, মইনুল ইসলাম, আরশাদ হোসেন ও দ্বীন ইসলাম ইমন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর