শিরোনাম
শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিশ্বকাপ কর্নার

বিশ্বকাপ কর্নার

ব্রাজিলের জার্সি

রাশিয়া বিশ্বকাপে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল শীর্ষ ফেবারিট। এই তালিকায় অবশ্য সমানভাবেই উচ্চারিত হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি, লিওনেল মেসিদের আর্জেন্টিনা এবং তরুণদের নিয়ে গড়া ফ্রান্সের নাম। তারপরও নেইমারের ব্রাজিলই অন্যতম ফেবারিট। তাদের নিয়ে আগ্রহেরও কমতি নেই। রাশিয়া বিশ্বকাপে কেমন জার্সি গায়ে মাঠে নামবেন নেইমাররা! আগামী মাসে ব্রাজিলের বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হবে। তবে তার আগেই ব্রাজিলের বিশ্বকাপ জার্সি ফাঁস হয়ে গেছে। ব্রিটিশ মিডিয়া নেইমারদের জার্সি প্রকাশ করেছে। ১৯৮০’র জার্সিটাই রাশিয়া বিশ্বকাপে গায়ে জড়াবে সিলেকাওরা। জার্সির রং হলুদ। গাঢ় সবুজ রঙের কলার। রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল ই গ্রুপে কোস্টারিকা, সুইজারল্যান্ড ও সার্বিয়ার মুখোমুখি হবে। গত প্রায় এক বছরে টিটে দারুণ একটা দল গড়ে তুলেছেন। ইতিহাসের নিম্নতম স্থান থেকে তুলে এনেছেন শীর্ষে।

 

প্রস্তুতি

ক্রোয়েশিয়া ১৯৯৮ বিশ্বকাপে চমকে দিয়েছিল সবাইকে। সেবার সেমিফাইনালে তারা ফ্রান্সের কাছে পরাজিত হলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হারিয়েছিল নেদারল্যান্ডসকে। আরও একবার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ক্রোটরা। রাশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপে আর্জেন্টিনা, আইসল্যান্ড ও নাইজেরিয়ার সঙ্গে কঠিন লড়াই করতে হবে তাদের। এ জন্য প্রস্তুতিটাও ভালোভাবে নিতে চায় সাবেক যুগোস্লাভের অংশ এই স্বাধীন ভূখণ্ড। প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়া মুখোমুখি হবে তেরাঙ্গার সিংহখ্যাত সেনেগালের। বিশ্বকাপ শুরুর ঠিক পূর্ব মুহূর্তে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। ৮ জুন প্রস্তুতি ম্যাচে সেনেগাল-ক্রোয়েশিয়া মুখোমুখি হবে গ্রাডস্কিতে। সেনেগাল এবারের বিশ্বকাপে এইচ গ্রুপে পোল্যান্ড, কলম্বিয়া ও জাপানের মুখোমুখি হচ্ছে। এর আগে ২০০২ সালে নিজেদের একমাত্র বিশ্বকাপে সেনেগাল কোয়ার্টার ফাইনাল খেলেছিল।          —ক্রীড়া ডেস্ক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর