সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

গোলরক্ষকেও বিদেশি কোচ

ক্রীড়া প্রতিবেদক

গোলরক্ষকেও বিদেশি কোচ

জেসন ব্রাউন

বাংলাদেশের ফুটবলে এখন মানসম্পন্ন গোলরক্ষক নেই বললেই চলে। শহিদুর রহমান শান্টু, মোতালেব, মোহসিন, কাননদের মতো নির্ভরযোগ্য গোলরক্ষক অবসর নেওয়ার পর সেই মানের কারও দেখা মেলেনি। তারপরও আমিনুল ও বিপ্লবরা ভালোই খেলেছিলেন। সেখানে এখন শূন্যতা বিরাজ করছে। শহীদুল আলম, রাসেল মাহমুদ ও আশরাফুল আলম রানারা এখন গোলবার সামলাচ্ছেন। তাদের ওপর সেইভাবে ভরসাও রাখা যায় না। গত বিশ্বকাপ বাছাই পর্বে ৮ ম্যাচে ৩১ গোল খেয়েছিল বাংলাদেশ।

দলে গোল করার লোকের অভাবের সঙ্গে যোগ হয়েছে গোল ঠেকানোর সমস্যা। এজন্য আলাদাভাবে গোলরক্ষক প্রশিক্ষকের প্রয়োজন দেখা দেয়। বাফুফে বিষয়টি উপলব্ধি করে দেরিও করেনি। সামনে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ। অনুশীলনও শুরু হয়ে গেছে। বাংলাদেশের গোলরক্ষকদের প্রশিক্ষণে নিয়োগ দেওয়া হচ্ছে ব্রিটিশ গোলরক্ষক কোচ জেসন ব্রাউনকে। ব্রাউন নিজের খেলোয়াড়ি জীবনে ওয়েলস জাতীয় দলে খেলেছেন। যদিও তার জন্ম ইংল্যান্ডে কিন্তু দাদি ওয়েলসের নাগরিক হওয়ার কারণে ওয়েলসের হয়ে খেলার সুযোগ পান তিনি। চার দিন আগেই ঢাকা পৌঁছান ব্রাউন। বিকেএসপিতে অ্যান্ডুর ক্যাম্পে তিনি গোলরক্ষক প্রশিক্ষক হিসেবে যোগ দেবেন। খেলোয়াড়ি জীবনে ৩৫ বছর বয়সী ব্রাউন খেলেছেন ব্লাক বার্ন রোভার্স, লিডস ইউনাইটেড, চার্লটন অ্যাথলেটিক ও গিলিংহার্সের হয়ে। ওয়েলসের জাতীয় দলের হয়ে খেলেন তিনটি আন্তর্জাতিক ম্যাচ। ব্রাউন কতদিন বাংলাদেশে থাকবেন বা চুক্তির ধরনটা কী হবে তা এখনো নির্ধারণ হয়নি। আর্সেনাল যুব ও নারী দলেরও কোচ ছিলেন ব্রাউন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর