বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

চাকরি হারাচ্ছেন ওয়েঙ্গার

ক্রীড়া ডেস্ক

চাকরি হারাচ্ছেন ওয়েঙ্গার

স্যার অ্যালেক্স ফার্গুসন দীর্ঘদিন (২৭ বছর) ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব পালন করে রেকর্ডই গড়েছিলেন। এর মধ্যে জিতেছেন বহু শিরোপা। দীর্ঘসময় একই ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে আর্সেন ওয়েঙ্গারও রেকর্ড গড়ার পথেই ছুটছিলেন। কিন্তু তা বুঝি আর হচ্ছে না। এতদিন যে সমর্থকরা আর্সেন ওয়েঙ্গারের বিদায়ের পথে সবচেয়ে বড় বাধা ছিল, তারাই এখন চেঁচিয়ে বেড়াচ্ছে তাকে বিদায় করতে। এক-দুই বছর নয়। জীবনের তিন ভাগের এক ভাগ সময় আর্সেনালের কোচ হিসেবে কাটিয়ে দিয়েছেন ৬৮ বছর বয়সী ফরাসি আর্সেন ওয়েঙ্গার। অবশেষে ২২ বছরের চাকরিটি বোধ হয় হারাতে চলেছেন তিনি। আর্সেনাল সমর্থকরা ‘ওয়েঙ্গার হটাও’ আন্দোলন করে আসছেন অনেক বছর ধরেই। কিন্তু ক্লাবে তার দীর্ঘ সময়ের অবদানের কথা মাথায় রেখে সহজেই এত বড় সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ। তবে এবার আর্সেনালের অবস্থা একটু বেশিই খারাপ।

টানা দ্বিতীয় মৌসুমে প্রিমিয়ার লিগে সেরা চারের বাইরে থেকে শেষ করতে যাচ্ছে গানাররা। বিশেষ করে রবিবার কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে বাজেভাবে হারের পর সমালোচনাটা বেড়ে গেছে আরও বেশি। এবার নড়েচড়ে বসছে ক্লাব কর্তৃপক্ষও। ব্রিটিশ মিডিয়া ‘দি ডেইলি মেইল’-এর প্রতিবেদনে এসেছে, চলতি মৌসুম শেষেই ওয়েঙ্গারের ভবিষ্যত নির্ধারণ করবেন ক্লাব কর্তারা। বর্ষীয়ান এই কোচের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ইতিমধ্যে কয়েকজনের নামও সামনে এসেছে। মোনাকোর কোচ লিওনার্দো জার্ডিম, জার্মানি জাতীয় দলের কোচ জোয়াকিম লো, সেল্টিকের ব্রেন্ডন রজার্সকে নিয়ে জোর আলোচনা চলছে। শোনা যাচ্ছে, আর্সেনালে ফিরতে পারেন ম্যানচেস্টার সিটির সহকারী কোচ মাইকেল আর্তেতাও।

সর্বশেষ খবর