বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ফের ইতালির জার্সিতে বুফন!

ক্রীড়া ডেস্ক

ফের ইতালির জার্সিতে বুফন!

বিশ্বকাপ বাছাই পর্বে ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে জাতীয় দলের জার্সি খুলেছিলেন ২০০৬ বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তি জিয়ানলুইগি বুফন। ১৯৫৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের বাইরে চারবারের বিশ্বকাপজয়ী ইতালি। ব্যর্থ মনোরথে বিদায় নিলেও ৪০ বছরের বুড়ো বুফন এখনো দারুণ ফর্মে। ২১ বছরের তরুণরাও তার কাছে হার মানে। এমন একজনকে ইতালি ফেরত চাইতেই পারে। দলটির অন্তর্বর্তীকালীন কোচ লুইজি ডি ব্যাজিও বুফনের জাতীয় দলে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। মার্চে ইংল্যান্ড ও আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইতালি। এ ম্যাচ দিয়েই আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরতে যাচ্ছেন বুফন। ডি ব্যাজিও বলেন, ‘বুফনের সঙ্গে আমার কথা হয়েছে। সে মার্চে দলের সঙ্গে যোগ দিতে পারে।’ গত ২০ বছর ধরে ইতালির হয়ে প্রতিনিধিত্ব করেছেন ৪০ বছর বয়সী বুফন। ২০০৬ সালে বিশ্বকাপ জয়ী ইতালির সদস্য ছিলেন তিনি। রেকর্ড ৫ বার বিশ্বকাপও খেলেছেন ইতালির হয়ে ১৭৫ ম্যাচে অংশ নেওয়া বুফন। উল্লেখ্য, আগামী ২৩ মার্চ ম্যানচেস্টারে আর্জেন্টিনার বিপক্ষে ও ২৭ মার্চ লন্ডনে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি দুটি ম্যাচ খেলবে ইতালি। বুফন অবশ্য তার ফেরার ব্যাপারে এখনও মুখ খোলেননি। তবে তার ঘনিষ্ঠজন জানিয়েছেন দেশের প্রয়োজনে যদি জাতীয় দলে ফিরে আসতে হয়। অবশ্যই বুফন তখন অবসরের সিদ্ধান্ত পাল্টাতে পারেন।

সর্বশেষ খবর