বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ব্যাংককে সাকিব

ক্রীড়া প্রতিবেদক

ব্যাংককে সাকিব

সাকিবকে শ্রীলংকা সফরে চূড়ান্ত দলে রাখা হলেও মাঠে নামতে পারবেন কি না তা নিশ্চিত নয়। আঙ্গুলের চোট বেশ ভোগাচ্ছে বিশ্বসেরা এ অল রাউন্ডারকে। ঢাকায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে আচমকা বাম হাতের ছোট আঙ্গুলে আঘাত পান সাকিব। ইনজুরির কারণে খেলতে পারেননি টেস্ট ও টি-২০ সিরিজ। নিদাহাস ট্রফিতে তাকে রাখা হলেও প্রথম ম্যাচ যে খেলছেন না তা নিশ্চিত। বাকি ম্যাচে নামবেন কি না তা নির্ভর করছে সাকিবের সুস্থতার ওপর। আঙ্গুলের চিকিৎসায় তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন। বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন এ তথ্য জানিয়েছেন। মিডিয়াকে তিনি জানান, ব্যাংককে দুজন অর্থোপেডিক সার্জনের সঙ্গে সাকিবের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। সোমবারই সাকিব ঢাকা ছাড়েন। ডাক্তারের পরামর্শ নিয়ে শ্রীলঙ্কা সফরের আগেই দেশে ফিরবেন সাকিব। এমনটিই আশা করছেন সুজন। শ্রীলঙ্কার নিদাহাস ট্রফিতে অংশ নেওয়ার জন্য ৪ মার্চ কলম্বোর উদ্দেশ্য ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। আজ থেকে শুরু হবে নিদাহাস ট্রফির পুরো দমে অনুশীলন। চলবে তিনদিন। বিসিবির প্রত্যাশা এরই মধ্যে ফিরে আসবেন সাকিব।

সর্বশেষ খবর