বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নতুন কিউরেটর আসছেন...

ক্রীড়া প্রতিবেদক

শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেট গামিনি সিলভাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। মিরপুরের মাঠের আউট ফিল্ড খুব বাজে— বার বার সতর্ক করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। দুটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে। উইকেট নিয়েও ক্রিকেটারদের অসন্তুষ্টি আছে। তারপরও নিজের চাকরি বহাল রেখেছেন গামিনি। তবে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা কিউরেটর নিয়োগের একটা প্রক্রিয়ার মধ্যে আছি। গামিনি আমাদের সঙ্গে অনেক দিন ধরে আছে। তার বাইরেও আরও দুয়েক জন কিউরেটর বাইরে  থেকে আনার পরিকল্পনা আমাদের আছে। তারই ধারাবাহিকতায় আপনারা ইতিমধ্যে জেনেছেন একজন কিউরেটর এসে আমাদের সঙ্গে দেখা করেছেন।

যদি সব কিছু ঠিক থাকে তাহলে উনি খুব শিগগিরই বাংলাদেশের ক্রিকেট বোর্ডে যোগ দেবেন।’ কোর্টনি ওয়ালশ প্রধান কোচ হওয়ায় শ্রীলঙ্কা সফরে বোলিং কোচের দায়িত্ব পালন করবেন চম্পাকা রামানায়েকে। আর ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন সাইমন হেলমেট।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর