বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

থাকছে বর্ণাঢ্য আয়োজন

ক্রীড়া প্রতিবেদক

থাকছে বর্ণাঢ্য আয়োজন

উপজেলা ও বিভাগীয় পর্যায়ের পর যুব গেমসের চূড়ান্তপর্ব এখন দ্বারপ্রান্তে। ১০ মার্চ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ পর্বের পর্দা উঠবে। ১৬ মার্চ শেষ হবে গেমস। প্রায় ৩ হাজার প্রতিযোগী চূড়ান্তপর্বে বিভিন্ন ডিসিপ্লিনে অংশ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, মহাসচিব সৈয়দ শাহেদ রেজা সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পরই প্রধানমন্ত্রী বেলুন উড়িয়ে গেমসের উদ্বোধন করবেন। প্রতিযোগীদের মার্চপাস্ট ছাড়াও নানা আয়োজনে অনুষ্ঠান সাজানো হয়েছে। লেজার শো, মনোমুগ্ধকর আতশবাজি হবে। দেশের প্রখ্যাত শিল্পী সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোরসহ অন্য শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। প্রতিভার সন্ধানে দেশব্যাপী যুব গেমসের আয়োজন করে প্রশংসিত হয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। তৃণমূল পর্যায় থেকে গেমস হওয়ায় নতুন নতুন ক্রীড়াবিদের সন্ধান মিলবে। বিওএ চাচ্ছে এখান থেকে ভালোমানের খেলোয়াড় বাছাই করে উপযুক্ত ট্রেনিং দিয়ে গড়ে তোলা। ক্রিকেট না থাকলেও যুব গেমসে আছে ফুটবল ও হকির মতো জনপ্রিয় ইভেন্ট। বাফুফে বা ক্লাবগুলো দীর্ঘদিন ধরে খেলোয়াড় সংকটে ভুগছে। এই গেমসের মাধ্যমে নতুন নতুন খেলোয়াড়ের সন্ধান মিলবে আশা করা যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর