শুক্রবার, ২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বিশ্বকাপ কর্নার

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ কর্নার

ইরানের লক্ষ্য

রাশিয়া বিশ্বকাপে এশিয়ান দলগুলোর মধ্যে সবচেয়ে কঠিন গ্রুপে খেলবে ইরান। বি গ্রুপে তাদের প্রতিপক্ষ ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন, ক্রিস্টিয়ানো রোনালদোদের পর্তুগাল এবং আফ্রিকার মরক্কো। আফ্রিকানদের বাদ দিলেও স্পেন ও পর্তুগাল বাধা পাড়ি দিয়ে নকআউট পর্ব খেলা ইরানের জন্য কঠিনই হবে। কিন্তু দলটার কোচের নাম কার্লোস কুইরোজ। পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের মতো দলের কোচ ছিলেন তিনি। জয় করেছেন অনেক কিছুই। ইরানের দায়িত্ব নিয়ে তিনি একটা চ্যালেঞ্জই নিয়েছেন। কার্লোস কুইরোজ ফিফা ডট কম কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমাদের স্বপ্ন নকআউট পর্বে খেলা।’ এমনকি স্পেন ও পর্তুগালের মতো দল থাকার পরও এই স্বপ্ন কতটা বাস্তবসম্মত! কুইরোজের মতে, ইরান দারুণ এক দল। ডিফেন্সে দারুণ কিছু তারকা রয়েছেন। যারা নিজেদের কাজটা ঠিকমতো বুঝেন। তাছাড়া গত কয়েক বছরে ইরান নিজেদেরকে এশিয়ারই নয়, বিশ্ব ফুটবলেরই অন্যতম শক্তি হিসেবে প্রমাণ করেছে। কুইরোজের দাবি কতটা ঠিক, তা রাশিয়াতেই জানা যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর