শিরোনাম
সোমবার, ৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

আবারও আশরাফুলের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

আগের দুই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি মোহাম্মদ আশরাফুল। সাজঘরে ফিরেছিলেন শূন্য রানে। টানা দুই শূন্যের পর গতকাল জ্বলে উঠলেন এবং খেললেন সেঞ্চুরির এক ম্যাচ জেতানো ইনিংস। শুধু আশরাফুল একা নন, অগ্রণী ব্যাংকের বিপক্ষে ৫ উইকেটের জয়ের ম্যাচে সেঞ্চুরি করেছেন কলাবাগানের আরেক ব্যাটসম্যান তাসামুল হকও। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টান টান উত্তেজনার ম্যাচ জিতেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। সরল দোলকের পিণ্ডের মতো দুলতে থাকা ম্যাচটিতে লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে শাইনপুকুরকে ১ উইকেটে ঘাম ঝরানো জয় উপহার দিয়েছেন রায়হান উদ্দীন শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে। ফতুল্লা স্টেডিয়ামে অশোক মেনারিয়া তার দল খেলাঘর সমাজ কল্যাণকে ৩ উইকেটের জয় উপহার দেন ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।

বিকেএসপিতে প্রথমে ব্যাট করে অগ্রণী ব্যাংক ৫০ ওভারে ৯ উইকেটে ২৫২ রান করে। দুই ওপেনার শাহরিয়ার নাফিস ও আজমির আহমেদ ১২৮ রানের জুটি গড়েন। আজমির আউট হন ৬৬ বলে ৫৮ রানের ইনিংস খেলে। শাহরিয়ার নাফিস মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি। ৯৯ রানে আউট হওয়ার আগে তার ইনিংসটি সাজানো ছিল ১২৫ বলে ১৪ চার ও এক ছক্কায়। দুই ওপেনারের গড়া ভিতকে কাজে লাগাতে পারেননি ব্যাংকের অপরাপর ব্যাটসম্যানরা। কলাবাগানের পক্ষে ৩৪ রানে ৩ উইকেট নেন আকবর। অধিনায়ক মুক্তার ২ উইকেট নেন ৪৩ রানে। ২৫৩ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই সাজঘরে ফিরেন জসিম উদ্দীন। সেখান থেকে দ্বিতীয় উইকেট জুটিতে ১৮৮ রান যোগ করেন তাসামুল ও আশরাফুল। প্রথম চার ম্যাচে মাত্র ৩৮ রান করা তাসামুল গতকাল খেলেন ১১৫ বলে ১০৬ রানের ইনিংস। তাতে ছিল ১২টি চারে। ম্যাচসেরা আশরাফুল ১০২ রানে অপরাজিত থেকে দলকে টেনে নিয়ে যান জয়ের বন্দরে। ১৩৬ বলের ইনিংসটিতে ছিল ১০টি চার। চলতি প্রিমিয়ার লিগে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। সাত ম্যাচে কলাবাগানের দ্বিতীয় জয় এবং পঞ্চম হারের স্বাদ পেল অগ্রণী ব্যাংক।

সর্বশেষ খবর