শিরোনাম
সোমবার, ৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

লা লিগায় রোনালদোর ট্রিপল সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

লা লিগায় রোনালদোর ট্রিপল সেঞ্চুরি

ক্রিস্টিয়ানো রোনালদো ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে আসার পর থেকেই দুর্দান্ত খেলে চলেছেন। মাদ্রিদের ক্লাবটির পক্ষে এরই মধ্যে অনেক রেকর্ড গড়েছেন তিনি। জয় করেছেন লা লিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা। এবার আরও একটা পালক যুক্ত হলো তার মুকুটে। পর্তুগিজ তারকা দ্বিতীয় ফুটবলার হিসেবে লা লিগায় ৩০০ গোলের মাইলফলক পাড়ি দিলেন। এর আগে এই কৃতিত্ব গড়েছেন কেবল বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি (৩৭২ গোল)। ক্রিস্টিয়ানো রোনালদোর ডাবলে শনিবার লা লিগায় গেটাফেকে ৩-১ গোলে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ। রোনালদো ছাড়াও একটি গোল করেছেন গেরেথ বেলে। রোনালদো এই ম্যাচেই ৩০০ গোলের মাইলফলক পেরিয়ে গেলেন (৩০১ গোল)। এই রেকর্ড গড়তে রোনালদো কেবল ২৮৬টি ম্যাচ খেলেছেন।

আনন্দের এই সংবাদের পাশাপাশি রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য ভয়ের খবরও আছে। গেটাফের বিপক্ষে ম্যাচের শেষদিকে রোনালদোকে মাঠ থেকে উঠিয়ে নেন কোচ জিনেদিন জিদান। সাইডবেঞ্চে বসেই তড়িঘড়ি বরফ থেরাপি নেন রোনালদো। মাংসপেশিতে সম্ভবত ব্যথা অনুভব করছিলেন এই পর্তুগিজ তারকা। জিদানের জন্য বিষয়টা ভয়েরই। নেইমারের অনুপস্থিতি পিএসজিকে দুর্বল করবে ঠিকই, কিন্তু ঘরের মাঠে কঠিন লড়াই করবে ফরাসিরা। রোনালদোকে ছাড়া সেই লড়াইয়ে উত্তীর্ণ হওয়া বেশ কঠিন হবে জিদানের জন্য। অবশ্য ফরাসি কোচ এসব নিয়ে ভাবছেন না। গেটাফে ম্যাচ জয়ের পর হুঙ্কার দিয়ে বলেছেন, ‘আমরা পিএসজির জন্য প্রস্তুত হয়ে আছি।’ মঙ্গলবারের জন্যই নাকি রিয়ালের সব প্রস্তুতি। জিদানের চাকরি বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপার লড়াইয়ে টিকে থাকা। কোপা দেল রে থেকে ছিটকে গেছে লস ব্ল্যাঙ্কোসরা। লা লিগায়ও শিরোপার লড়াই থেকে অনেকটা দূরে তারা। শনিবারের জয়ে ২৭ ম্যাচে ৫৪ পয়েন্ট সংগ্রহ করে লা লিগায় তিনে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। অনেকটা দূরে থেকে শীর্ষে আছে বার্সেলোনা। দুইয়ে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

 

সর্বশেষ খবর