শিরোনাম
সোমবার, ৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

মেসির গোলে শিরোপার পথে বার্সা

ক্রীড়া ডেস্ক

মেসির গোলে শিরোপার পথে বার্সা

বার্সা বিপদে তো মেসি হাজির। এই ধারাটা গত এক যুগ ধরেই চলে আসছে ন্যু ক্যাম্পে। গতকাল ভক্তরা আরও একবার এর সাক্ষী হলেন। লিওনেল মেসির দুর্দান্ত ফ্রি কিক গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে লা লিগার শিরোপা প্রায় নিশ্চিত করে নিল বার্সেলোনা। গতকাল নিজেদের মাঠে দিয়েগো সিমিওনের শিষ্যদের ১-০ গোলে হারিয়েছে কাতালানরা। এ জয়ে ২৭ ম্যাচে ৬৯ পয়েন্ট সংগ্রহ করে অনেকটা দূরে থেকেই শীর্ষে অবস্থান করছেন মেসিরা। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৫৪ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ।

লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে রেকর্ড গড়ার চেয়ে সহজ কাজ বুঝি আর কিছু নেই। একদিকে রোনালদো লা লিগায় রিয়ালের জার্সিতে ৩০১ গোল করে একটা মাইলফলক পাড়ি দিলেন। অন্যদিকে লিওনেল মেসি ক্লাব ও জাতীয় দলের জার্সিতে মিলিয়ে করলেন ৬০০তম গোল। মেসি আর্জেন্টিনার জার্সিতে ৬১টি এবং বার্সার জার্সিতে ৫৩৯টি গোল করেছেন। ক্রিস্টিয়ানো রোনালদো ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে আসার পর থেকেই দুর্দান্ত খেলে চলেছেন। মাদ্রিদের ক্লাবটির পক্ষে এরই মধ্যে অনেক রেকর্ড গড়েছেন তিনি। জয় করেছেন লা লিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা। এবার আরও একটা পালক যুক্ত হলো তার মুকুটে। পর্তুগিজ তারকা দ্বিতীয় ফুটবলার হিসেবে লা লিগায় ৩০০ গোলের মাইলফলক পাড়ি দিলেন। এর আগে এই কৃতিত্ব গড়েছেন কেবল বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি (৩৭২ গোল)। ক্রিস্টিয়ানো রোনালদোর ডাবলে গত শনিবার লা লিগায় গেটাফেকে ৩-১ গোলে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ। রোনালদো ছাড়াও একটি গোল করেছেন গেরেথ বেলে। রোনালদো এই ম্যাচেই ৩০০ গোলের মাইলফলক পেরিয়ে গেলেন (৩০১ গোল)। এই রেকর্ড গড়তে রোনালদো কেবল ২৮৬টি ম্যাচ খেলেছেন। পর্তুগিজ তারকার রেকর্ড গড়ার দিনে অবশ্য ভক্তদের জন্য দুঃসংবাদও আছে। ম্যাচের শেষদিকে মাঠ ছেড়ে সাইডবেঞ্চে বসেই ডাক্তারের খোঁজ করেছেন তিনি। পায়ে ব্যথার কারণে বরফ থেরাপিও নিয়েছেন। অবশ্য জিদান এসব নিয়ে ভাবছেন না মোটেও।

সর্বশেষ খবর