শিরোনাম
শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

হিগুইয়েন দিবালার জোড়া গোলে কোয়ার্টারে জুভেন্টাস

ক্রীড়া ডেস্ক

হিগুইয়েন দিবালার জোড়া গোলে কোয়ার্টারে জুভেন্টাস

জুভেন্টাসকে কোয়ার্টার ফাইনালে তোলার নায়ক হিগুইয়েন (বামে) ও দিবালা —এএফপি

ম্যানচেস্টার সিটি হারতে পারে, পেপ গার্ডিওলা হারতে পারেন-গত এক বছর এই ভাবনাটা হারিয়েই গিয়েছিল। কিন্তু ম্যান সিটি যে এই ভুবনেরই দল এবং গার্ডিওলা রক্ত মাংসের মানুষ- সেটা মনে করিয়ে দিল এফসি বাসেল। চ্যাম্পিয়ন্স লিগের সেরা ১৬-এর ফিরতি লিগে ঘরের মাঠ ইত্তিহাদে ম্যান সিটিকে ২-১ গোলে হারিয়ে চমক সৃষ্টি করেছে বাসেল। যদিও এই জয় কোয়ার্টার ফাইনালে জায়গা নিতে কোনো সাহায্য করেনি দলটিকে। তবে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির টানা ১২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটিকে আটকে দিয়েছে। রেকর্ডটিকে আরও দূরে টেনে নিয়ে যেতে না পারলেও প্রথম লেগে ৪-০ গোলের বড় জয় ম্যান সিটিকে সেরা আটে জায়গা করে দিয়েছে। সব মিলিয়ে ম্যাচের অ্যাগ্রেগেট ৫-২। ইংলিশ জায়ান্টদের হারের দিন কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের চ্যাম্পিয়ন জুভেন্টাস ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক টটেনহ্যাম হটস্পারকে। দুই দলের প্রথম লেগের ম্যাচটি ড্র হয়েছিল ২-২ গোলে। সব মিলিয়ে ম্যাচের অ্যাগ্রেগেট ৪-৩। প্রথম লেগে বাসেলকে দাঁড়াতেই দেয়নি গার্ডিওলার শিষ্যরা। গুনে গুনে চার গোল দিয়েছিল স্বাগতিকদের। বুধবার রাতে বাসেল এসেছিল প্রথম লেগে হারের প্রতিশোধ নিতে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি ঠিকই। কিন্তু স্মরণীয় করে রেখেছে বিদায়টিকে। ম্যান সিটির টানা অপরাজিত থাকার রেকর্ডটিকে আটকে দিয়েছে। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে টানা ১২ ম্যাচে অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে ইত্তিহাদে নেমেছিল গার্ডিওলার শিষ্যরা। চলতি বছরে এই প্রথম শুরুর একাদশে খেলতে নামেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস। নেমে গোলও করেন। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি। ম্যাচ শুরুর অষ্টম মিনিটে দলকে এগিয়ে নেন জেসুস। লেরয় সানের বাড়ানো বল ধরে ডান প্রান্ত থেকে মাপা ক্রস করেন বের্নার্দো সিলভা। ডি বক্সে ফাঁকায় দাঁড়ানো জেসুস সময়ক্ষেপণ না করে নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে নেন ম্যান সিটিকে (১-০)। ১৭ মিনিটে খেলায় সমতা আনে সফরকারী বাসেল। মরোক্কান বংশোদ্ভুত নরওয়ের স্ট্রাইকার মোহামেদ এলাওনৌসির কালবিলম্ব না করে ডান পায়ের ভলিতে সিটির গোলরক্ষক ক্লাদিও ব্রাভোকে পরাস্থ করেন সমতা আনেন (১-১)। অবশেষে ৭১ মিনিটে বিজয়ের হাসি হাসান মাইকেল ল্যান (২-১)।

প্রথম লেগে দুই দলের লড়াইয়ে হারেনি কেউ। ড্র হয়েছিল ২-২ গোলে। সুতরাং কোয়ার্টারে যেতে জিততেই হতো টটেনহ্যাম কিংবা জুভেন্টাসকে। শেষ পর্যন্ত বিজয়ের হাসি হেসেছে গত আসরের রানার্স আপরা। ইতালিয়ান জায়ান্টদের কোয়ার্টার টেনে তুলেন দলের দুই তারকা গঞ্জালো হিগুইয়েন ও পাওলো দিবালা। দুজনে মাত্র তিন মিনিটের ব্যবধানে গোল দুটি করেন। অবশ্য ম্যাচে প্রথম গোল করে টটেনহ্যাম। ৩৯ মিনিটে হিউং-মিন এগিয়ে নেন টটেনহ্যামকে (১-০)। ৬৪ মিনিটে ম্যাচে সমতা আনেন হিগুইয়েন (১-১)। ৬৭ মিনিটে কোটি টাকার গোলটি করে জুভেন্টাসকে উৎসবে মাতান আরেক আর্জেন্টাইন স্ট্রাইকার দিবালা (২-১)।

সর্বশেষ খবর