শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

মাহমুদুল্লাহদের উজ্জীবিত করতে কলম্বোয় সাকিব

ক্রীড়া প্রতিবেদক

নিদাহাস ট্রফিতে সাকিব আল হাসানই ছিলেন দলের অধিনায়ক। কিন্তু ইনজুরির কারণে ছিটকে গেছেন। বিশ্বসেরা অলরাউন্ডার চোটের কারণে ঘরের মাঠে লঙ্কানদের বিরুদ্ধে টেস্ট ও টি-২০ সিরিজে খেলতে পারেননি। সাকিবকে ছাড়া বাংলাদেশ দলেও ভরাডুবি হয়েছে। এবার নিদাহাস ট্রফিতেও দলে সাকিব নেই। তবে দলে না থাকলেও ড্রেসিংরুমে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। অস্ট্রেলিয়ায় চিকিৎসা নিয়ে সাকিব চলে গেছেন কলম্বোতে। তিনি মাঠে খেলতে না পারলেও দলের অন্য ক্রিকেটারদের উজ্জীবিত করতে শ্রীলঙ্কায় গেছেন। সাকিবের উপস্থিতি সম্পর্কে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ মিডিয়াকে বলেছেন, ‘সাকিবকে দলের সঙ্গে পাওয়াটা অনেক ভালো ব্যাপার। ও আসায় অন্য ক্রিকেটাররা উজ্জীবিত। খেলোয়াড়দের সঙ্গে নিজের ভাবনা ভাগাভাগি করতেই শ্রীলঙ্কায় এসেছে সাকিব।’

বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছিল। কিন্তু ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন। এখনো সুস্থ হয়ে ওঠেননি। তবে ড্রেসিংরুমে বসেই তিনি সতীর্থদের মানসিকভাবে সাহস দেবেন। বাংলাদেশের অন্য ক্রিকেটারদের উজ্জীবিত করতে সাকিবকে শ্রীলঙ্কায় দলের সঙ্গে রাখা হয়েছে। বিশ্বসেরা অলরাউন্ডারের উপস্থিতি দলের অন্য ক্রিকেটারদের মধ্যে কতটা প্রভাব ফেলতে পারে তা ম্যাচেই বোঝা যাবে!

সর্বশেষ খবর