শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা
ক্লিয়ার মেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

ফুটবলে জাগরণের উদ্যোগ

ক্রীড়া প্রতিবেদক

‘আমরা রেডি, রেডি থাক তোমরাও’ স্লোগানকে সামনে রেখে স্কুল পর্যায়ে শুরু হচ্ছে ‘ক্লিয়ার মেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ’ ফুটবল টুর্নামেন্ট। গতকাল রাজধানীর একটি পাঁচতারা হোটেলের গ্র্যান্ড বল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বয়সভিত্তিক প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের কথা বলছিল। অবশেষে এই উদ্যোগ নিয়ে এগিয়ে এল ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।

‘ছেলেদের ফুটবলে প্রতিযোগিতা অনেক। ২১১টা দল খেলে। এখানে ভালো কিছু করতে হলে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ইউনিলিভারের সঙ্গে আমরা আগেও কাজ করেছি। আশা করি এবারের আয়োজনটা খুবই সুন্দর এবং স্বার্থক হবে।’ সংবাদ সম্মেলনে কথাগুলো বলেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি স্কুল পর্যায়ের এই টুর্নামেন্ট থেকে দারুণ কিছুর আশা করেন। বাফুফে সভাপতি বলেন, ‘এই আয়োজনটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এটা সফল হলে সামনে এগিয়ে যাওয়া অনেক সহজ হবে।’ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ আয়োজনের মাধ্যমে দেশের ফুটবলে এক নব জাগরণের স্বপ্ন দেখছেন বাফুফে সভাপতি। তার মতে, ফুটবল বাংলাদেশের মানুষের প্রাণের খেলা। এখানে উন্নতির অনেক সুযোগ আছে। এইতো গত সেপ্টেম্বরে ২০২২ বিশ্বকাপের আয়োজন কাতারকে অনূর্ধ্ব-১৬ পর্যায়ে হারিয়েছে বাংলাদেশ। এই ছেলেরাই একদিন ফুটবল বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে মনে করেন সালাউদ্দিন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর