শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

কাতালান সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সা

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনা রিলিজ ক্লজ হিসেবে লিওনেল মেসির দাম হাঁকিয়েছে ৭০০ মিলিয়ন ইউরো! অবিশ্বাস্য হলেও সত্যি। কোনো ক্লাব যদি পাঁচবারের বিশ্বসেরা ফুটবলারকে বার্সেলোনা থেকে উড়িয়ে নিজেদের করতে চায়, তাহলে বার্সাকে গুনে গুনে ৭০ কোটি ইউরো দিতে হবে। কোনো ক্লাব কি রাজি হবে? সাদা চোখে না। তবে নেইমারের দল-বদলের পর অনেকেই এখন অল্প বিস্তর ভাবছেন, হতেও পারে। যাই হউক, মেসির দর ঠিক করে দেওয়ার আগে স্পেনের দ্বিতীয় প্রেস্টিজিয়াস ট্রফি কাতালান সুপার কাপের শিরোপা জিতেছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন হতে দলটি টাইব্রেকারে হারিয়েছে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে। বুধবার রাতে ম্যাচটি নির্ধারিত সময় গোলশূন্য ছিল। এরপর টাইব্রেকারে বার্সেলোনা জিতেছে ৪-২ গোলে। ম্যাচটিতে মেসি, লুইস সুয়ারেজ খেলেননি। টাইব্রেকারের চার শটের সবগুলোই করে বার্সা। বিপরীতে এস্পানিওল মিস করে প্রথম ও চার নম্বরটি। দুই বছর পর পর আয়োজিত প্রতিযোগিতায় প্রথমবার বার্সেলোনা চ্যাম্পিয়ন হয়েছিল এস্পানিওলকে হারিয়ে।

সর্বশেষ খবর