রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

আবাহনীর হার মোহামেডানের জয়

ক্রীড়া প্রতিবেদক

আবাহনীর হার মোহামেডানের জয়

আবাহনীকে হারানোর নায়ক প্রাইম দোলেশ্বরের ফরহাদ রেজা (ডানে)

অষ্টম রাউন্ডে মাশরাফির শেষ ওভারের ম্যাজিকে জয় তুলে নিয়েছিল আবাহনী। টানা চার বলে ৪ উইকেট নিয়ে মাশরাফি একাই হারিয়েছিলেন অগ্রণী ব্যাংককে। আগের রাউন্ডের স্মৃতি আড়ালে হারিয়ে যাওয়ার আগেই হারের স্বাদ নিল শিরোপা প্রত্যাশী আবাহনী। শেষ ওভারে হেরেছে প্রাইম দোলেশ্বরের কাছে। মিরপুর স্টেডিয়ামে নবম রাউন্ডে পঞ্চম জয় তুলে নিতে প্রাইম দোলেশ্বর ৩ রানে হারিয়েছে আবাহনীকে। ওয়ালটন প্রিমিয়ার লিগে গতকাল জিতেছে ঐতিহ্যবাহী মোহামেডান ও গাজী স্পোর্টস ক্লাব। মতিঝিল পাড়ার দল মোহামেডান চার নম্বর জয় তুলে নিয়েছে শাইনপুকুরকে ৩৮ রানে হারিয়ে। অধিনায়ক জহুরুল ইসলাম অমির সেঞ্চুরিতে গাজী ৭ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংককে। আগের রাউন্ডে মাশরাফি টানা চার বলে চার উইকেট নিয়ে ইতিহাস গড়েছিলেন। গতকালও শেষ ওভারে জয়ের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। জিততে আবাহনীর দরকার ছিল ১০ রান এবং হাতে ছিল এক উইকেট। টানটান উত্তেজনার ওভারটিতে বোলিং করেন জাতীয় দলের সাবেক বাঁ হাতি স্পিনার আরাফাত সানি। ক্রিজে ছিলেন সবুজ ও সঞ্জিব। আরাফাতের প্রথম বলে কোনো রান নিতে পারেননি সবুজ। দ্বিতীয় বলে বাউন্ডারি এবং তৃতীয় বলে ২ রান নিয়ে জমিয়ে তুলেন ম্যাচ। তিন বল শেষে সমীকরণ দাঁড়ায় আবাহনীর জিততে দরকার ৪ রান। চার নম্বর বলটি ডট করেন আরাফাত। পঞ্চম বলে সাজঘরে ফেরান সবুজকে। ৩ রানে হেরে যায় আবাহনী। প্রথম ব্যাট করে ফরহাদ হোসেনের ৬৩ ও ফজলে মাহমুদের ৬৮ রানে ভর করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩২ রান করে প্রাইম দোলেশ্বর। ৩৯ রানে ৩ উইকেট হারানোর পর দুই হাফ সেঞ্চুরিয়ান ফজলে মাহমুদ ও ফরহাদ চার নম্বর জুটিতে ১৩২ রান যোগ করেন। ফরহাদের ইনিংসটিতে ছিল ২টি চার এবং মাহমুদের ইনিংসটিতে ছিল ৭টি চার। শেষ দিকে অধিনায়ক ফরহাদ রেজা ২৬ বলে ২ ছক্কায় ২৮ রান করেন। আবাহনীর সেরা বোলার মনন ৪৪ রানে নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন আরিফুল ও মাশরাফি। ২৩৩ রানে টার্গেটে খেলতে নেমে ২৬ রানে ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। সেখান থেকে মোহাম্মদ মিথুন একাই দলকে টেনে নিয়ে যান। মিথুনের ৬০ রানের ইনিংসটি ম্যাচে টিকিয়ে রাখে আবাহনীকে। কিন্তু শেষ ওভারে আরাফাতের ম্যাজিক বোলিংয়ে ২২৯ রানে আটকে যায় ইনিংস।

সর্বশেষ খবর