সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

শিরোপার পথে এগুচ্ছে বার্সা

ক্রীড়া ডেস্ক

শিরোপার পথে এগুচ্ছে বার্সা

স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের একেবারে নিচে থাকা মালাগাকে ২-০ গোলে হারাল মেসিহীন বার্সেলোনা। তৃতীয় সন্তানের বাবা হবেন বলে ছুটি নিয়েছিলেন লিওনেল মেসি। তবে তার অভাবটা মোটেও বুঝতে দেননি সুয়ারেজ-কটিনহোরা। লা লিগায় শিরোপা পুনরুদ্ধারের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ভালভার্দের শিষ্যরা। লা লিগার চলতি মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত বার্সেলোনা। ২৮ ম্যাচে ৭২ পয়েন্ট সংগ্রহ করেছে কাতালানরা। এর মধ্যে ২২টিতে জয় এবং ৬টিতে ড্র। লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামা বার্সেলোনাকে জয়ের জন্য দুটি গোল উপহার দেন লুইস সুয়ারেজ ও ফিলিপ কটিনহো। এই নিয়ে সুয়ারেজ দারুণ এক রেকর্ডই গড়লেন। লা লিগায় খেলা ২৫টি দলের সবকটির জালেই গোল দিলেন এ উরুগুয়ের তারকা। বার্সেলোনা এ জয়ে চলতি মৌসুমে এখনো অপরাজিতই থাকল। তাছাড়া লা লিগায় টানা অপরাজিত থাকার রেকর্ডটাও এগিয়ে নিচ্ছে। গত মৌসুমের ৭টিসহ মোট ৩৫ ম্যাচে অপরাজিত কাতালানরা। আর তিনটি ম্যাচে অপরাজিত থাকলেই বার্সা স্পর্শ করবে রিয়াল সুসিদাদের রেকর্ড। ১৯৭৯-৮০ সালে টানা ৩৮ ম্যাচে অপরাজিত ছিল তারা। এদিকে শনিবার ক্রিস্টিয়ানো রোনালদোর দারুণ পারফরম্যান্সে ২-১ গোলের জয় পেয়েছে জিনেদিন জিদানের দল রিয়াল মাদ্রিদ। দলের পক্ষে দুটি গোলই করেছেন পর্তুগিজ তারকা রোনালদো। এই জয়ে ২৮ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদো এই নিয়ে চলতি মৌসুমে লা লিগায় ১৮ গোল করলেন। তিন নম্বরে অবস্থান করছেন তিনি।

২৪ গোল করে শীর্ষে আছেন লিওনেল মেসি ২১ গোল নিয়ে দুই নম্বরে আছেন উরুগুয়ের লুইস সুয়ারেজ। লা লিগায় দিনের আরেক ম্যাচে সেভিয়াকে ২-০ ব্যবধানে হারানো ভ্যালেন্সিয়া ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।

সর্বশেষ খবর