বুধবার, ২১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

অবশেষে হ্যালসলের পদত্যাগ

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে হ্যালসলের পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ রিচার্ড হ্যালসল পদত্যাগ করেছেন— গুঞ্জন আগেই উঠেছিল। কেন না শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির দলের সঙ্গে ছিলেন না তিনি। ঘরের মাঠে লঙ্কানদের বিরুদ্ধে ব্যর্থতার পর ছুটি কাটাতে দেশে (ইংল্যান্ড) চলে গিয়েছিলেন হ্যালসল। প্রধান কোচ নেই, এমন সময় সহকারী কোচ কেন ছুটিতে যাবেন? বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। তখন শোনা গিয়েছিল হ্যালসল পদত্যাগ করেছেন! কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেনি। তবে গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি হ্যালসলের পদত্যাগপত্র গ্রহণ করার কথা জানিয়ে দিয়েছে।

কেন হ্যালসল পদত্যাগ করেছে তা জানা যায়নি। তবে হ্যালসল নাকি তার পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। এটা অবশ্য প্রতিটি পদত্যাগপত্রেই লেখা থাকে! হ্যালসল তার পত্রে লিখেছেন, ‘চার বছর বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়ার জন্য বিসিবিকে বিশেষ ধন্যবাদ। বেশ কয়েকজন চমৎকার সহকর্মীর সঙ্গে আমি কাজ করেছি। যেটা আমার ক্যারিয়ারকে আরও উন্নত ও সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখবে।’

সর্বশেষ খবর