বুধবার, ২১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

দেড় বছর পর মাঠে নামছেন মামুনুলরা

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে জাতীয় ফুটবল দল মাঠে নামছে। ২০১৬ সালের ১০ অক্টোবর থিম্পুতে ভুটানের কাছে হারের পর থেকেই আন্তর্জাতিক ফুটবলের বাইরে মামুনুল-জাহিদরা। অবশেষে প্রায় দেড় বছর পর বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচে নামছে। ২৭ মার্চ লাওসের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ২৩ ফুটবলার নিয়ে ইতিমধ্যে থাইল্যান্ডে অবস্থান করছে অ্যান্ড্রু ওর্ডের প্রশিক্ষণরত দলটি সেখানে কন্ডিশনিং ক্যাম্প করে লাওসের বিপক্ষে লড়বে। সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে চোখ রেখেই বাফুফে জাতীয় দলের জন্য শীর্ষ অনুশীলনের ব্যবস্থা করেছে। তবে তা আগের মতো গতানুগতিক নয়। ওই টুর্নামেন্টের আগে ফুটবলারদের দেশে ও বিদেশে অনুশীলন করাচ্ছে। আয়োজনের ব্যবস্থা করছে। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুশীলনের পর এবার থাইল্যান্ডে। এখানেও দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা। ২১ ও ২৩ মার্চ ম্যাচ দুটি হতে পারে।

সর্বশেষ খবর