সোমবার, ২৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা
সাফ আরচারি চ্যাম্পিয়নশিপ

রুমান সানার ৬৬৭ স্কোর

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ‘দি ব্লেজার বিডি বিকেএসপি ৩য় সাউথ এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত হচ্ছে। গতকাল প্রতিযোগিতার প্রথমদিনে রিকার্ভ পুরুষ এককে বাংলাদেশের মো. রুমান সানা ৬৬৭ স্কোর করে সেরা হয়েছেন। রিকার্ভ মহিলা এককে ভারতের হিমানী ৬২০ স্কোর করে সেরা হয়েছেন। এছাড়াও কম্পাউন্ড পুরুষ এককে ভারতের ভেনকাতাদ্রি কুন্দেরু ৬৮৫ এবং কম্পাউন্ড মহিলা এককে ভারতের ইশা কেতান পাওয়ার ৬৭২ স্কোর করে র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থান অর্জন করেন। এলিমিনেশন রাউন্ডের প্রতিযোগিতায় রিকার্ভ পুরুষ এককে ভারতের আকাশ ৬-৪ সেট পয়েন্টে স্বদেশি সুমেদ ভি মোহোদকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জিতেন। এছাড়াও রিকার্ভ মহিলা এককে ভারতের কির্তি ৬-০ সেট পয়েন্টে শ্রীলঙ্কার মাধুসিকা সিলভাকে হারিয়ে ব্রোঞ্জ জয় করেন। এলিমিনেশন রাউন্ডের প্রতিযোগিতায় কম্পাউন্ড পুরুষ এককে বাংলাদেশের মো. মিলন মোল্লা ১৪৩-১৪০ ব্যবধানে স্বদেশি অসীম কুমার দাসকে হারিয়ে ব্রোঞ্জ জিতেন। কম্পাউন্ড মহিলা এককে ভারতের ইশা কেতান পাওয়ার ১৪২-১৪১ স্কোরের ব্যবধানে স্বদেশি ববিতা কুমারীকে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল জয় করেন।

আজ চ্যাম্পিয়নশিপসের দ্বিতীয় দিনে রিকার্ভ পুরুষ ও মহিলা দলীয়, মিশ্র দলীয়, কম্পাউন্ড পুরুষ ও মহিলা দলীয় এবং মিশ্র দলীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর