বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

খুদে ফুটবলারদের উৎসব

ক্রীড়া প্রতিবেদক

খুদে ফুটবলারদের উৎসব

বঙ্গমাতা গোল্ডকাপের চ্যাম্পিয়ন দল খুলনা বিভাগের ঝিনাইদহের শৈলকুপার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোরীদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা —বাসস

প্রধানমন্ত্রীর উপস্থিতি, ঝলমলে উদ্বোধনী অনুষ্ঠান তারপর ফুটবলীয় লড়াই। সবমিলিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশই তৈরি হয়েছিল গতকাল। ফাইনালে কিশোররা বঙ্গবন্ধু গোল্ড কাপে। কিশোরীরা বঙ্গমাতা গোল্ড কাপে মুখোমুখি হয়। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেরা চারটি দল দুটি ফাইনালে মুখোমুখি হয়েছে। আর এতেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল দেশের খেলাধুলার প্রাণকেন্দ্রে। যার মধ্যমণি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের আগেই বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথিমক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের আয়োজক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পেয়ে যায় ছেলেদের চ্যাম্পিয়ন। ৬৪ হাজার ৬৮৮ বিদ্যালয়ের মধ্যে সেরা হয়েছে চট্টগ্রাম বিভাগের দল কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার পূর্ব উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছে রাজশাহী বিভাগের দল পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে।

মেয়েদের ফাইনালের বিরতির সময় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করেন। প্রধানমন্ত্রীর সম্মানে খেলার মধ্য বিরতিতে ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’- গানের তালে তালে মনোমুগ্ধকর ডিসপ্লেতে অংশ নেয় একদল শিক্ষার্থী। মেয়েদের ফাইনালে ঢাকা বিভাগের দল ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাঁচরুখি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খুলনা বিভাগের দল ঝিনাইদহের শৈলকুপার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। এ ফাইনালের দ্বিতীয়ার্ধের পুরোটাই উপভোগ করেছেন প্রধানমন্ত্রী।

মেয়েদের ফাইনাল বেশ জমে উঠেছিল। ছেলেদের লড়াই অতিরিক্ত ১০ মিনিটে শেষ হলেও মেয়েদেরটা শেষ হতে অনেকটা সময় নেয়। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে শেষ হওয়ার পর গড়ায় অতিরিক্ত ১০ (৫+৫) মিনিটে। বিরতির আগে ১-০ গোলে এগিয়েছিল পাঁচরুখি সরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়। অতিরিক্ত সময়ে কোনো দলই গোল করে শিরোপা নিশ্চিত করতে পারেনি। টাইব্রেকারে ঝিনাইদহের মেয়েরা ফাইনাল জেতে ৫-৪ গোলে। ফুটবল দারুণ বিনোদন দিয়েছে দর্শকদের। যা বড়দের ফুটবলও দিতে পারেনি। বিশেষ করে কিশোরীদের ফাইনালে গোলের পর খেলোয়াড়রা যেভাবে কোমর দুলিয়ে মাঠে নৃত্য করেছে তা ছিল ভিন্ন ধরনের সংযোজন। এক কথায় খুদে ফুটবলারদের দুটি ফাইনাল ঘিরে বঙ্গবন্ধু স্টেডিয়াম মেতে উঠেছিল ফুটবল উৎসবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর